ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল টি -শার্ট

ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল টি -শার্ট

পবিত্র এক মাস সিয়াম সাধনার মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বারতা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। আর সেই খুশিতে যদি বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন নান্দনিক পোশাক না থাকে তাহলে ঈদের আনন্দই যেন মাটি হয়ে যায়। ঈদের আনন্দে রং ছড়াতে রীতিমতো প্রতিযোগিতায় মেতে উঠে সৌন্দর্য পিপাসু ফ্যাশন সচেতন মানুষেরা। আর সেই রঙে ভিন্নতা এনে ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড “ইজি” ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরবারই একধাপ এগিয়ে ইজি। সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের ঈদ আয়োজন। এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি শোরুম গুলোতে । এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন নতুন ডিজাইন সব টি-শার্ট। অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট,ক্যজুয়াল শার্ট, পাঞ্জাবি,কটি,কাবলি পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি।
ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া মূল লক্ষ্য। ঢাকা ছাড়া ও আমাদের বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।

কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন

About sadmin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হুর লাক্সারি বাই সৌমিন আফরিন

বর্তমান সময়ের ব্যস্ত ফ্যাশন ডিজাইনার সৌমিন আফরিন। ফ্যাশন ডিজাইনে স্নাতক সম্পন্ন করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। সৌমিন কস্টিউম ...