এস সিরিজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় কবে তুই বুঝবিরে বল

এস সিরিজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘কবে তুই বুঝবিরে বল’

অনুষ্ঠিত হয়ে গেলো এস সিরিজ মাল্টিমিডিয়া এর জমকালো শুভ উদ্ধোদন এবং এস সিরিজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘কবে তুই বুঝবিরে বল?’ মিউজিক ভিডিওর প্রিমিয়ার শো। গানটিতে কন্ঠ দিয়েছেন সোহেল রানা ও মাইশা শান্তা। সোহেল রানা মূলতঃ এস এ টিভি ও কিংবদন্তি মিডিয়া আয়োজিত ব্যাংকাস ভয়েজ রিয়েলিটি শো এর সেরা ১০ শিল্পী ও মাইশা শান্তা চ্যানেল আই সেরা কন্ঠের সেরা ১০ এর শিল্পী। গানটি সম্পর্কে সোহেল রানা বলেন – বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং এর জন্য গানটির কথা সম্পুর্নটাই ভিডিওতে ফুটে উঠেছে, এই সুন্দর কাজের অনুপ্রেরণা আমাকে আগামীতে সুন্দর কাজ করতে সহায়তা করবে, আশাকরি ঈদ উপলক্ষে রিলিজকৃত এই গানটি দর্শক সানন্দে গ্রহণ করবে। গানটি লিখেছেন শামীম মাহমুদ এবং সুর করেছেন ও সংগীত আয়োজন করেছেন বিশ্বজিৎ বড়ুয়া সামু। গানটি সম্পর্কে ভিডিও নির্মাতা আলী আহসান লিটন বলেন – রোমান্টিক ফিল্মি এ গানটি প্রথম শুনেই আমাকে কল্পনাতে ভাসিয়েছে, কতটুকু তুলে ধরতে পেরেছি তা দর্শকরাই বলতে পারবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল দেশ বরেন্য সংগীত শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, মডেল, পরিচালক, সাংবাদিকসহ মিডিয়া ব্যক্তিবর্গ।

কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন

About sadmin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পঙ্কজ উদাস মারা গেছেন

গজলশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। ‘বড়ে দিনো কে বাদ…চিঠঠি আয়ি চিঠঠি আয়ি হ্যায়…’-এর সেই মনকাড়া গজলের কণ্ঠ থেমে গেল চিরদিনের ...