দ্যা শো-স্টপার আয়োজিত ঈদ কার্নিভ্যাল নাইট - ২০২৫

দ্যা শো-স্টপার আয়োজিত ঈদ ফেস্টিভ্যাল নাইট – ২০২৫

দ্যা শো-স্টপার আয়োজিত বিভিন্ন গঠনমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় উদ্দ্যোক্তাদের নিয়ে আবারও আয়োজন করতে যাচ্ছে ব্যতীক্রমধর্মী এক মেলা-ঈদ ফেস্টিভ্যাল নাইট ২০২৫। জমকালো এই আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার হোটেল সোনারগাঁ এ আগামী ২৬ শে মার্চ থেকে চাঁদ রাত পর্যন্ত চলবে এ মেলা। যেখানে অংশগ্রহন করবে ৭০ টিরও বেশি উদ্দ্যোক্তা ও বিশেষ অতিথিবৃন্দ। আসন্ন মাহে রমজানকে সামনে রেখে দেশি-বিদেশী বিভিন্ন ব্র্যান্ড সামগ্রীর সমাহার সাথে ইফতার কিংবা সেহেরির জন্য লোভনীয় সব খাবারের পশরা নিয়ে হাজির হচ্ছে অংশগ্রহনকারী সকল উদ্দ্যোক্তারা। দ্যা শো-স্টপার উদ্দ্যেক্তারা আসা করেন সকলের স্বতঃফূর্ত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা এই ঈদ কার্নিভাল কে আরও প্রাণোবন্ত করে তুলবে।

কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন

About sadmin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ এর ৪০তম ডিস্ট্রিক্ট র‍্যালি ২০২৪ অনুষ্ঠিত

মেঘনাপাড়ধীবর স্কুলটি ২০০৮ এ লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরির হাঁটে প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে জেলের সন্তানদের অনমুতি ছিলনা স্কুলে যাবার। তখন স্কুল ...