পালিত হল ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

গতকাল ১৮ ডিসেম্বর রাতে বেশ জমকালো ভাবে পালিত হল ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। রাজধানীর গুলশানের সিটিস্কেপ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে এসেছিলেন বিশিষ্ট ব্যাক্তিরা।

উপস্থিত ছিলেন ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ এর চেয়ারম্যান নুসরাত জাহান প্রীতম, আমেরিকান ইয়োগা শিক্ষিকা বেটসি কিমেল, ডেপুটি গভর্নর নাজনিন আরা নাজু, শেয়ার অন এর মালিক আয়েশা খানম।

এছাড়াও উপস্থিত ছিলেন এফটিএনবি এর শুরু থেকে সাথে থাকা ভ্রমণকারী আপুরা। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করা হয় অনুষ্ঠান। মাঝে ছিল গানের পর্ব, ছিল ফান গেইমস। সবশেষে নৈশভোজ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন

About sadmin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ এর ৪০তম ডিস্ট্রিক্ট র‍্যালি ২০২৪ অনুষ্ঠিত

মেঘনাপাড়ধীবর স্কুলটি ২০০৮ এ লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরির হাঁটে প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে জেলের সন্তানদের অনমুতি ছিলনা স্কুলে যাবার। তখন স্কুল ...