বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটির যাত্রা শুরু হয় ‘স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী,আমি নারী এ আদর্শে সফল উদ্যোক্তা গড়ার প্রতিশ্রুতি নিয়ে। এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে ফ্যাশন ডিজাইনার ও দেশের বিভিন্ন সেক্টরে নারী উদ্যোক্তাদের একটি অবস্থান তৈরি করা। এ লক্ষ্যেই বি ডাবলিউ এফডি এস সংগঠন এর একটি ভিন্নমাত্রায় নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘দ্যা শো ষ্টোপার’। এই যাত্রায় সংযোজিত হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটি ইভেন্ট ‘ওয়েডিং ফেস্ট ২০২৪’। আয়োজনকে ঘিরে এক সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্টরা। ১৫ জুলাই রাজধানীর গুলশানের ‘লা ভিটা রেস্টুরেন্টে’এই উদ্যোগ নিয়ে বিস্তারিত জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন BWFDS এর সভাপতি আইরিন হক, ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দ রুমা,অভিনেত্রী অহনা রহমান,ফ্যাশন ডিজাইনার সৌমিন আফরিন, ফ্যাশন ডিজাইনার মারুফা রহমান, ফ্যাশন ডিজাইনার ফারজানা হক এবং নারী উদ্যোক্তা শামসুন্নাহার মিনা,জিনিয়া জামান পিংকি,লিজা মিতু,মাহি হোসেন রুপা। বাংলাদেশের বিয়ে নিয়ে ব্যতিক্রমধর্মী এই আয়োজন’ওয়েডিং ফেস্ট ২০২৪ হতে যাচ্ছে আগামী ১লা ও ২রা নভেম্বর। রাজধানীর তেজগাঁও অবস্থিত ‘আলোকি’ কনভেনশন হলে।

বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করলো বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটির 'দ্য শো ষ্টোপার'