কিছুদিন আগেই ‘বিশ্ব মা দিবসে’ মা হওয়ার সুসংবাদ দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তিনি নিজেই শেয়ার করেছিলেন। এর কয়েকদিন পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ হয়ে ফেসবুকে লিখেন, মা হওয়ার খবরটি শেয়ার করার পর আমি ভয়াবহ অসুস্থ হয়ে পড়ি। তিনি সকলের উদ্দেশ্যে লিখেন, এমন কেন হয়? মানুষ অন্যের ভালো খবর শুনলে এমন কালো নজর দিয়ে ধ্বংস করে দিতে চায় কেন সব? এ সময় তিনি জানান, আর কোনো খবর প্রকাশ করবেন না তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও বলেছিলাম আর কোনো খবর শেয়ার করবো না। কিন্তু বেহায়ার মতো করে ফেলে আবার কান ধরলাম। জানা যায়, সন্তানের কথা ভেবে আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন এই অভিনেত্রী। বেশ বিরক্তি প্রকাশ করে সম্প্রতি আরেক পোস্টে তিনি বলেন, যেহেতু আমি এখন কোনো কাজ করছি না, সেহেতু আমার ফোনটা বন্ধ করে দিয়েছি। অনুগ্রহ করে কেউ আমাকে ফোন করবেন না। অভদ্রের মতো মেসেঞ্জারেও কল না দেয়ার অনুরোধ করছি। আমার মতো নাদান সেলিব্রিটিকে কারও দরকার হওয়ারও কথা নয়, এটা আমার বিশ্বাস। উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। এরপর মডেলিং এবং ছোট পর্দায় অভিনয় করে পরিচিতি পান এই অভিনেত্রী।

বিরক্ত ফারিয়া