বুলগেরিয়ায় যাচ্ছে ‘কাঠগোলাপ’

বুলগেরিয়ায় যাচ্ছে ‘কাঠগোলাপ’

দেশের মাটিতে মুক্তির জন্য সেন্সর বোর্ডের অনুমোদনপত্র মেলেনি চলচ্চিত্র প্রযোজক মো.ফরমান আলীর সিনেমা ‘কাঠগোলাপ’। তবে দেশে মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি। সেই ধারাবাহিকতায় এবার সিনেমাটি যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন বুলগেরিয়ার ‘দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ।‘কাঠগোলাপ’ সিনেমার প্রযোজক মো. ফরমান আলী জানিয়েছেন, দেশটির রাজধানীর সোফিয়া বলকান প্যালেসে ১লা জুন থেকে উৎসবটি শুরু হবে। এই উৎসবে সিনেমাটি বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করবে। সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। অপূর্ণ রুবেলের কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। প্রযোজক ও মুক্তিযোদ্ধা ফরমান আলী বলেন, এ মাসেই বুলগেরিয়ার ‘দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যাল’ থেকে উৎসবে যোগ দিতে আমন্ত্রণপত্র আসে। সিনেমাটি প্রতিযোগিতামূলক বিভাগের জন্য মনোনীত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে সিনেমাটি। যদিও সিনেমাটি সেন্সর বোর্ড কোনো কারণ ব্যাখ্যা না করেই গত ছয় মাস ধরে আটকে রেখেছে।

কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন

About sadmin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*