হুর লাক্সারি বাই সৌমিন আফরিন

হুর লাক্সারি বাই সৌমিন আফরিন

বর্তমান সময়ের ব্যস্ত ফ্যাশন ডিজাইনার সৌমিন আফরিন। ফ্যাশন ডিজাইনে স্নাতক সম্পন্ন করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। সৌমিন কস্টিউম ডিজাইনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য টিভি বিজ্ঞাপনের জন্য পোশাক তৈরি করেছেন। এরই ধারাবাহিকতায় রুপালি পর্দায় আসে তার কাজ। ২০১২ সালের বহুল আলোচিত‘চোরাবালি’চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি।
সৌমিন বরাবরই স্বপ্ন দেখতেন নিজের ফ্যাশন ব্র্যান্ড শুরু করার। সেই স্বপ্ন পূরণ হয় ২০১২ সালে। নাম দেন হুর। খুব অল্প সময়ে ক্রেতার আস্থা তৈরিতে সক্ষম হয় ব্র্যান্ডটি। সৌমিন ক্রেতাচাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন। ব্যক্তির ইচ্ছা, পছন্দকে গুরুত্ব দেওয়া হয়। তাই কাস্টমাইজড ডিজাইন তৈরিতে নিয়মিত হয়েছেন তিনি। ফ্যাশনিস্তাদের ইচ্ছা অনুযায়ী পোশাক বেছে নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। করোনাকালেও থেমে থাকেননি সাহসী সৌমিন। তিনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন। এরপরে ২০১৯ সালে, তিনি ‘হুর লাক্সারি বাই সৌমিন’ নিয়ে নতুন যাত্রা শুরু করেন। ক্রেতাদের পরিচয় করিয়ে দেন অভিজাত পোশাকের সঙ্গে। প্রোডাক্ট লাইনে রাখেন ব্রাইডাল ও পার্টিওয়্যার। এই ডিজাইনারের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে একটি ব্রাইডাল স্টুডিও প্রতিষ্ঠার । তিনি বলেন,‘আমার ক্রেতা ও বন্ধুরা আমাকে আজকের সৌমিন আফরিন হতে সাহায্য করেছেন। তাদের কাছে কৃতজ্ঞ।’

কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন

About sadmin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বার্ডস আই এর ঈদের শার্ট

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফ্যাশন হাউজ বার্ডস আই তাদের শোরুমে এনেছে বিভিন্ন মোটিফের পোশাক। তবে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে নিত্য নতুন ...