১লা বৈশাখ প্রাঙ্গণেমোরের নতুন নাটক টিনের তলোয়ার

১লা বৈশাখ প্রাঙ্গণেমোরের নতুন নাটক টিনের তলোয়ার

মাত্র এক মাসের ব্যবধানে বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর আবারও মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক। এবার উৎপল দত্তের লেখা বিখ্যাত নাটক "টিনের তলোয়ার"। নাটকটি নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা, নির্দেশক
ও নাট্যকার অনন্ত হিরা। আগামী ১লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এছাড়া ২ ও ৩ বৈশাখ পরপর দুই দিন একই হলে নাটকটির
আরও দুটি প্রদশর্নী হবে। ২০ এপ্রিল বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকটির আরও একটি প্রদর্শনী হবে এবং একই হলে ১৯ এপ্রিল অনন্ত হিরার লেখা ও নূনা আফরোজের নির্দেশনায় অভিনেতা নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে। টিনের তলোয়ারের নাট্যসংক্ষেপ টিনের তলোয়ার থিয়েটারওয়ালা বা নাটকওয়ালাদের অস্ত্র। টিনের তলোয়ার নাটকের ভেতরে নাটক। টিনের তলোয়ার মানুষের মানুষ হয়ে ওঠার প্রয়াস। টিনের তলোয়ার মানুষের শিল্পী হয়ে ওঠার চেষ্টা।
টিনের তলোয়ার থিয়েটারওয়ালাদের এক বহমান লড়াই। টিনের তলোয়ার নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, আউয়াল রেজা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। টিনের তলোয়ার' নাটকটির মঞ্চ ডিজাইন করেছেন ফয়েজ জহির, আলো ঠাণ্ডু রায়হান, সঙ্গীত শিশির রহমান, পোশাক নূনা আফরোজ ও পোস্টার চারু পিন্টু।

কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন

About sadmin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আনন্দ আয়োজনে উদযাপিত হলো ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

নানা আনন্দ আয়োজনে মধ্য দিয়ে বুধবার (১০ জুলাই ২০২৪) উদযাপিত হয়ে গেল বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে কর্মরত পেশাদার নাট্য-পরিচালকদের জাতীয় সংগঠন ...