২৯ জুন ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাব বাংলাদেশ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৩৯তম জেলা সমাবেশ উদযাপন করেছে।
প্রধান অতিথি ছিলেন ডা. দীপুমনি এমপি এবং বিশেষ অতিথি ছিলেন নাঈমা সাখাওয়াত। ঢাকা কসমোপলিটনের ইনার হুইল ক্লাব এ বছর ২য় স্থান অর্জন করেছে। 1.ইনার হুইল ক্লাব বাংলাদেশ , @ শাহানা আলম নির্ঝর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান,২০২৪-২০২৫ হয়েছেন, তিনি ইনারহুইল ক্লাব ঢাকা কসমোপলিটনের সদস্য। 2.সভাপতি হিসাবে তারানা নাশিদ শাওলি জেলা 328-এর 58 টি ক্লাবের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন। এছাড়াও তিনি ঢাকা কসমোপলিটনের ইনারহুইল ক্লাবের সদস্য।

২৯ জুন ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাব বাংলাদেশ ৩৯তম জেলা সমাবেশ উদযাপন করেছে