এনএসডি আয়োজিত ‘২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪’ এ অংশগ্রহণের পূর্বে ঢাকার উৎসবের প্রথম নাটক অ্যানা ফ্রাঙ্ক, আগামী ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায়, শিল্পকলা একাডেমি এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে

ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ন্যাশন্যাল স্কুল অব ড্রামা আয়োজিত ‘২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪’ এ অংশগ্রহণের জন্য বাংলাদশে থেকে পাঁচটি দল আমন্ত্রিত হয়েছে, দলগুলো হলো: ম্যাড থেটার (অ্যানা ফ্রাঙ্ক), থিয়েটার ফ্যাক্টরি (আষাঢ়স্য প্রথম দিবসে), নাট্যম রিপার্টরি (দমের মাদার), বটতলা (খনা) ও স্বপ্নদল (চিত্রঙ্গদা)।

বাংলাদেশের দলগুলো আন্তর্জাতিকভাবে সমাদৃত এই উৎসবে অংশগ্রহণের পূর্বে আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৫ দিনব্যাপী একটি নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে যার শিরোনাম ‘ভাষার সঙ্গ, নাট্যরঙ্গ বাংলাদেশ উৎসব। আগামী ১ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধা ৭টায় নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চায়িত হবে ম্যাড থেটারের নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্য প্রাণ লিয়াকত আলী লাকী। উল্লেখ্য যে ‘২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪’ এ নাটকটির দুটি প্রদর্শনী হবে আসামের দিব্রুগড় ও এলটিজি অডিটোরিয়াম, দিল্লি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আত্মরক্ষার জন্য অ্যানা ফ্রাঙ্ক ও তার পরিবার আশ্রয় নেয় একটি গোপন কুঠুরি সিক্রেট অ্যানেক্সে, যেখানে তারা ৭৬১ দিন অতিবাহিত করার পর ধরা পড়ে হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে। সিক্রেট অ্যানেক্সের বন্দি জীবনের রুদ্ধশ্বাস দিনগুলোতে অ্যানা ফ্রাঙ্ক তার ডায়েরিতে ফুটিয়ে তোলে যুদ্ধের বারুদমাখা ধূসরতা, তাঁর মানসিক বেদনার রঙ, ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার রংধনু।

নাটকটির প্লেরাইট আসাদুল ইসলাম ও ডিরেকশন কাজী আনিসুল হক বরুণ। ঐতিহাসিক চরিত্র অ্যানা ফ্রাঙ্ককে নিয়ে নির্মিত ম্যাড থেটারের প্রযোজনাটি একক নাটক হিসাবে ইতিহাসে প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ হতে যাচ্ছে। ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকটি আর্য মেঘদূতের একক অভিনয়। মূলধারার বাংলা নাটকে আর্য মেঘদূত সর্বকনিষ্ঠ একক অভিনেত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন।

কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন

About sadmin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*