মঞ্চে এলো এথিক এর নতুন নাটক সৈয়দ ওয়ালীউল্লাহ্’র সুড়ঙ্গ

মঞ্চে এলো এথিক এর নতুন নাটক সৈয়দ ওয়ালীউল্লাহ্’র সুড়ঙ্গ

গত ২৩মে শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হলো ঢাকার অন্যতম নাট্যদল এথিক এর নতুন নাটক সুড়ঙ্গ। দলের চতুর্দশ প্রযোজনা হিসাবে এথিক মঞ্চে নিয়ে নিয়ে এলো প্রখ্যাত কথা সাহিত্যিক ও নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ্’র সুড়ঙ্গ।

ধন-সম্পদের প্রতি মানুষের লোভ চিরকাল। অন্যের সম্পদ নিজের করে নেয়ার প্রবৃত্তি আদীকাল থেকে চলমান। হোক তা বৈধ কি অবৈধ উপায়ে। হোক সে দূরের অথবা কাছের জন। প্রয়োজনে সুড়ঙ্গ খুড়ে সম্পদ ছিনিয়ে নিতেও দ্বিধা করেনা মানুষ। কিন্তু সম্পদ কি সবাইকে সব সময় ধরা দেয়? গুপ্ত ধন কি জোটে সবার ভাগ্যে? এমনই বিষয় ফুটে উঠেছে নাটকে এক ষোড়শী কন্যার কৌতুহলী ভাবনার জগতের ভিতর দিয়ে। নাটকের কাহিনী আবর্তিত রাবেয়াকে ঘিরে। দু’দিন পর তার বিয়ে অথচ সে বিছানায় শয্যা নিয়েছে। ডাক্তার-হেকিম সব হদ্দ হয়ে গেল কিন্ত কেউ তার অসুখ ধরতে পারেনা। মাতৃহারা মেয়ের দুশ্চিন্তায় বাবা রেজ্জাক সরদার অতিশয় উদ্বিগ্ন। মুশকিল আসান হয়ে অবশেষে এলো এক ফকির বাবা যাকে দেখে রাবেয়া অবাক। কিন্তু রহস্য না ভাঙতে রাবেয়া তৎপর। যে রহস্যের রোমাঞ্চে নিজের বিয়ের আয়োজন উপেক্ষা করে অসুস্থতার ভান ধরে ঘরে পড়ে আছে আর দুদিন ধরে শুয়ে শুয়ে শুনছে সুড়ঙ্গ খোড়ার শব্দ। মাটির নিচের অন্ধকারের রহস্য ভেদ করে ধীরে ধীরে তার ঘরে এগিয়ে আসছে এক রহস্য মানব। রোমাঞ্চ আর উত্তেজনায় অবশেষে সকলেই মুখোমুখি হয় এক কঠিন সত্যের।

নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। হল ভর্তি দর্শক নাটকটি মন্ত্র মুগ্ধের মত উপভোগ করেন। নাটক শেষে প্রযোজনাটির ভূয়সী প্রশংসা করেন বরেণ্য নাট্যজন রামেন্দু মজুমদার, আখতারুজ্জামান সহ অনেক গুনী নাট্যজন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আফনান অপ্সরা,প্রদীপ কুমার,মনি কানচন,সুকর্ন হাসান, আজিমউদ্দিন, রেজিনা রুনি,নাহিদ মুন্না,উর্মি আহমেদ,দীপান্বিতা রায়,রুবেল খান,মনিরুল হক ঝলক,মিথিলা, রুসানা, নয়ন, লাবিব, দিপেন, মবিয়া, সৃজন প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পক ঠাÐু রায়হান,আবহসংগীত করেছেন শিশির রহমান, পোষাক ও রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, কোরিওগ্রাফী করেছেন এম আর ওয়াসেক এবং নাটকের প্রচ্ছদ করেছেন চারুপিন্টু।

কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন

About sadmin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ঢাকা কসমোপলিটনের ইনার হুইল ক্লাব “সবার জন্য শিক্ষার অধিকার” এবং “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস”

ঢাকা কসমোপলিটনের ইনার হুইল ক্লাব “সবার জন্য শিক্ষার অধিকার” প্রচার করতে এবং “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” উপলক্ষ্যে একটি সুবিধাবঞ্চিত স্কুলের শিক্ষার্থীদের ...