Author Archives: sadmin@gmail.com

মঞ্চে এলো এথিক এর নতুন নাটক সৈয়দ ওয়ালীউল্লাহ্’র সুড়ঙ্গ

গত ২৩মে শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হলো ঢাকার অন্যতম নাট্যদল এথিক এর নতুন নাটক সুড়ঙ্গ। দলের চতুর্দশ প্রযোজনা হিসাবে এথিক মঞ্চে নিয়ে নিয়ে এলো প্রখ্যাত কথা সাহিত্যিক ও নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ্’র সুড়ঙ্গ।

ধন-সম্পদের প্রতি মানুষের লোভ চিরকাল। অন্যের সম্পদ নিজের করে নেয়ার প্রবৃত্তি আদীকাল থেকে চলমান। হোক তা বৈধ কি অবৈধ উপায়ে। হোক সে দূরের অথবা কাছের জন। প্রয়োজনে সুড়ঙ্গ খুড়ে সম্পদ ছিনিয়ে নিতেও দ্বিধা করেনা মানুষ। কিন্তু সম্পদ কি সবাইকে সব সময় ধরা দেয়? গুপ্ত ধন কি জোটে সবার ভাগ্যে? এমনই বিষয় ফুটে উঠেছে নাটকে এক ষোড়শী কন্যার কৌতুহলী ভাবনার জগতের ভিতর দিয়ে। নাটকের কাহিনী আবর্তিত রাবেয়াকে ঘিরে। দু’দিন পর তার বিয়ে অথচ সে বিছানায় শয্যা নিয়েছে। ডাক্তার-হেকিম সব হদ্দ হয়ে গেল কিন্ত কেউ তার অসুখ ধরতে পারেনা। মাতৃহারা মেয়ের দুশ্চিন্তায় বাবা রেজ্জাক সরদার অতিশয় উদ্বিগ্ন। মুশকিল আসান হয়ে অবশেষে এলো এক ফকির বাবা যাকে দেখে রাবেয়া অবাক। কিন্তু রহস্য না ভাঙতে রাবেয়া তৎপর। যে রহস্যের রোমাঞ্চে নিজের বিয়ের আয়োজন উপেক্ষা করে অসুস্থতার ভান ধরে ঘরে পড়ে আছে আর দুদিন ধরে শুয়ে শুয়ে শুনছে সুড়ঙ্গ খোড়ার শব্দ। মাটির নিচের অন্ধকারের রহস্য ভেদ করে ধীরে ধীরে তার ঘরে এগিয়ে আসছে এক রহস্য মানব। রোমাঞ্চ আর উত্তেজনায় অবশেষে সকলেই মুখোমুখি হয় এক কঠিন সত্যের।

নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। হল ভর্তি দর্শক নাটকটি মন্ত্র মুগ্ধের মত উপভোগ করেন। নাটক শেষে প্রযোজনাটির ভূয়সী প্রশংসা করেন বরেণ্য নাট্যজন রামেন্দু মজুমদার, আখতারুজ্জামান সহ অনেক গুনী নাট্যজন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আফনান অপ্সরা,প্রদীপ কুমার,মনি কানচন,সুকর্ন হাসান, আজিমউদ্দিন, রেজিনা রুনি,নাহিদ মুন্না,উর্মি আহমেদ,দীপান্বিতা রায়,রুবেল খান,মনিরুল হক ঝলক,মিথিলা, রুসানা, নয়ন, লাবিব, দিপেন, মবিয়া, সৃজন প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পক ঠাÐু রায়হান,আবহসংগীত করেছেন শিশির রহমান, পোষাক ও রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, কোরিওগ্রাফী করেছেন এম আর ওয়াসেক এবং নাটকের প্রচ্ছদ করেছেন চারুপিন্টু।

নারী দিবসে তিনটি পুরস্কারে পুরস্কৃত মাহজাবিন বুটিক্সের মাহমুদা রহমান

এই বছর মাহমুদা রহমান নারী দিবসে ৩টি পুরষ্কার অর্জন করেছেন। ১.সেরা ফ্যাশন ব্র্যান্ডস মেহজাবিন’স বুটিক পুরষ্কার-২০২৫ ইনার হুইল ক্লাব অফ ঢাকা কজমোপলিটন এবং সেরা সম্পাদক। ২০২৫ সালের সেরা ট্রেজার এবং সেরা ক্লাব প্রজেক্টর শুচি শোইলি। জোন্টা ক্লাব অব ঢাকা -১ দিয়েছেন পুরস্কার। ৩. আকিজ এয়ার ৫ম তম বাংলাদেশ নারী অনুপ্রেরণা পুরস্কার-২০২৫ প্রদান করছে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স জন্য পুরস্কৃত হয়েছে মাহজাবিন’স বুটিক। বাংলাদেশের শীর্ষস্থানীয় বুটিক শপ, মাহজাবিন'স বুটিক, ২০১২ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে ব্লক স্ক্রিন প্রিন্টিংয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে, বুটিকটি এখন একটি পূর্ণাঙ্গ ডিজাইন হাউসে রূপান্তরিত হয়েছে। এর দুটি শাখা ছিল, একটি বনানীতে এবং অন্যটি যমুনা ফিউচার পার্কে এবং বর্তমানে গুলশানে একটি শাখা রয়েছে। মাহজাবিন'স বুটিক ফ্যাশন প্রেমীদের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং থাইল্যান্ডের পোশাকের একটি অনন্য সংগ্রহ অফার করে। এর সংগ্রহের মধ্যে রয়েছে থ্রি-পিস পোশাক, গাউন, শাড়ি, বিয়ের গাউন, লেহেঙ্গা, পাঞ্জাবি, শেরওয়ানি, কুর্তা, শিশুর পোশাক এবং গয়না। বুটিকের ট্যাগলাইন হল "সর্বদা নতুন সংগ্রহ"। বছরের পর বছর ধরে, মাহজাবিন'স বুটিক বাংলাদেশের শীর্ষস্থানীয় সুপারমডেল এবং অভিনেত্রীদের সাথে সহযোগিতা করেছে, যেমন বিদ্যা সিনহা সাহা মিম, অপু বিশ্বাস, অভিনেত্রী ববি, বিন্দু, জাকিয়া বারী মোমো, শখ, এমি, রুমা সুজানা, তানজিন ত্রিশা এবং হেরা এবং আরও অনেক ভারত-বাংলাদেশ মডেল। শিল্পা শেঠি এবং পরিণীতি চোপড়া যখন প্রথম একটি ফ্যাশন শোতে বাংলাদেশে এসেছিলেন, তখন মাহজাবিন'স বুটিক এই অনুষ্ঠানের স্পনসর পার্টনার ছিল। বুটিকটি ঢাকা ক্লাব, হোটেল দ্য ওয়েস্টিন, হোটেল র‍্যাডিসন ব্লু (ঢাকা ও চট্টগ্রাম), এবং উত্তরা ক্লাব ইত্যাদিতে বড় বড় ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছে, পাশাপাশি বাংলাদেশ ও ভারতের ফ্যাশন এক্সপোতেও অংশগ্রহণ করেছে।

মাহজাবিন'স বুটিকের চেয়ারম্যান মাহমুদা রহমান বলেন যে তাদের এক্সক্লুসিভ পোশাক নির্বাচন এবং ব্যক্তিগতকৃত স্টাইল পরিষেবা,যার মধ্যে রয়েছে স্টাইল মূল্যায়ন, গ্রাহকদের সুসজ্জিত পোশাক নিশ্চিত করে। বুটিক পরিচালনার পাশাপাশি, দুটি ক্লাবের সাথে সক্রিয়ভাবে জড়িত, একজন সমাজকর্মী হিসেবে জোন্টা ক্লাব অফ ঢাকা ১ এবং ইনার হুইল ক্লাব অফ ঢাকা কসমোপলিটন, যেখানে তিনি ব্যক্তিগতভাবে বুটিক কাজ, হস্তশিল্প এবং অন্যান্য দক্ষতা বিনামূল্যে শেখানোর মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করেন। সমাপ্তির পর, মহিলারা সার্টিফিকেট পান এবং তার অবদানের জন্য তিনি স্বীকৃতি পান। তিনি বারিধারা সাজ ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং উত্তরা মহিলা ক্লাবের আজীবন সদস্য।

মাহজাবিন'স বুটিক মহিলাদের জন্য রেডি-টু-ওয়্যার ডিজাইনার পিস এবং সমসাময়িক পোশাক এবং আনুষাঙ্গিকগুলিতে বিশেষজ্ঞ। কেবল একটি বুটিকের চেয়েও বেশি, এটি সৃজনশীলতা, ক্ষমতায়ন এবং উদ্ভাবনের জন্য একটি প্ল্যাটফর্ম। মান এবং স্টাইলের প্রতি অঙ্গীকার সহ। মাহজাবিন'স বুটিক সকলের জন্য এবং নারী উদ্যোক্তার প্রতীক হিসেবে এগিয়ে যেতে থাকবে।

দ্যা শো-স্টপার আয়োজিত ঈদ ফেস্টিভ্যাল নাইট – ২০২৫

দ্যা শো-স্টপার আয়োজিত বিভিন্ন গঠনমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় উদ্দ্যোক্তাদের নিয়ে আবারও আয়োজন করতে যাচ্ছে ব্যতীক্রমধর্মী এক মেলা-ঈদ ফেস্টিভ্যাল নাইট ২০২৫। জমকালো এই আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার হোটেল সোনারগাঁ এ আগামী ২৬ শে মার্চ থেকে চাঁদ রাত পর্যন্ত চলবে এ মেলা। যেখানে অংশগ্রহন করবে ৭০ টিরও বেশি উদ্দ্যোক্তা ও বিশেষ অতিথিবৃন্দ। আসন্ন মাহে রমজানকে সামনে রেখে দেশি-বিদেশী বিভিন্ন ব্র্যান্ড সামগ্রীর সমাহার সাথে ইফতার কিংবা সেহেরির জন্য লোভনীয় সব খাবারের পশরা নিয়ে হাজির হচ্ছে অংশগ্রহনকারী সকল উদ্দ্যোক্তারা। দ্যা শো-স্টপার উদ্দ্যেক্তারা আসা করেন সকলের স্বতঃফূর্ত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা এই ঈদ কার্নিভাল কে আরও প্রাণোবন্ত করে তুলবে।

লায়ন এলিজা মুন্নী ঢাকা শিশু হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন পদে পদন্নোতি

জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক,লায়ন এলিজা মুন্নী ঢাকা শিশু হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন পদে পদন্নোতি পাওয়ায় বিনোদন ভুবন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন 🌹❣️।

ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ এর ৪০তম ডিস্ট্রিক্ট র‍্যালি ২০২৪ অনুষ্ঠিত

মেঘনাপাড়ধীবর স্কুলটি ২০০৮ এ লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরির হাঁটে প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে জেলের সন্তানদের অনমুতি ছিলনা স্কুলে যাবার। তখন স্কুল পড়া দরেূ থাক, ওনারা স্যান্ডেল পরেও তথাকথিত সভ্য সমাজের সামনে যাওয়ার অনমুতি পেতেন না, প্রাথমিক স্কুলে প্রবেশের অনমুতি ছিলনা।। কারণ,জেলেরা শিক্ষিত হোক কেউ চায়নি, অপরদিকে জেলেদের ভাবনা ছিল সন্তান তো আর বড় হয়ে তাদের পেশায় থাকবেনা। এই জেলে পরিবারগুলোর বাস নৌকায়। তাদের অনেকের ঘরবাড়ি নদীর ভাঙনে চলে গেছে। একচালা ঘর দিয়ে শুরু হয়“মেঘনাপাড়ধীবর বিদ্যানিকেতন”। অনেক কাঠখড়পুড়ানোর পর এখন এই শিক্ষার্থীরা এখান থেকে পড়ে মাধ্যমিক স্কুলেও ভর্তি হতে পারে। এবছরই প্রথম এই স্কুলের কেউ ঢাকা শহরে প্রথম পড়তে এসেছে বদরুন্নেসা কলেজে। এদের মাঝে আত্মপ্রত্যয় বাড়ানোর লক্ষ্যে Inner Wheel Club of Dhaka Cosmopolitan branding category তে centennial year এ ইনারহুইল লোগো সহ স্কুল ড্রেস প্রদান করে, এই অনষ্ঠু ানে উপস্থিত ছিলেন Md. Mizanur Rahman, Director Researcher, evaluation and monitoring USAID Md. Abdul Kashem Shohag, media person and organiser of love football play football Maghnapar Dheebor school এর উদ্যোক্তা, এবং সেই গ্রামের চ্যায়ারম্যান।। এতে করে যেমন Inner Wheel এর Branding দেশে হয়েছে,সেই সাথে Inner Wheel Branding generation to generation হয়েছে, কারণ প্রথম স্কুলড্রেস এইশিশু মন গুলোতে সারাজীবন মধুময় স্মৃতি হয়ে থাকবে। এই বছর Inner Wheel Club of Dhaka Cosmopolitan এর পক্ষ থেকে এদের জন্য Computer দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। অবহেলিত মানষের কাছে কম্পিউটার সরবরাহ করা শুধুমাত্র ডিজিটাল বৈষম্য কমানোর বিষয় নয়; এটি মানবতার হৃদস্পন্দনে প্রবেশ করার মতো—যেখানে সবার মধ্যে বদ্ধিৃ,সংযোগ এবং সুযোগের এক অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে। এমন এক পৃথিবীতে যেখানে প্রযুক্তি উদ্ভাবন এবং তথ্যপ্রবাহকে চালিত করে,অবহেলিত সম্প্রদায়গুলোকে কম্পিউটার ব্যবহারের সুযোগ করে দেওয়া তাদেরকে বিশ্বব্যাপী আলোচনায় অংশগ্রহণ এবং অবদান রাখার ক্ষমতা দেয়। এই সুযোগ তাদের শিক্ষা অর্জন,কাজ খোঁজা এবং অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে সহায়তা করে, যা অগ্রগতি ও অন্তর্ভুক্তির একটি সার্বজনীন স্পন্দনকে প্রতিফলিত করে। যেমন একটি স্থির হৃদস্পন্দন জীবনকে টিকিয়ে রাখে, তেমনি প্রযুক্তি এমন এক জীবনরেখা হতে পারে যা মানষেুর সম্ভাবনা ও মর্যাদাকে লালন করে। এই জীবনরেখা প্রয়োজনীয় মানষেুর কাছে পৌছে দিয়ে, আমরা মানবতার সম্মিলিত হৃদস্পন্দনকে লালন করি,যাতে আমাদের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে কেউ পিছিয়ে না পড.

ঢাকা কসমোপলিটনের ইনার হুইল ক্লাব “সবার জন্য শিক্ষার অধিকার” এবং “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস”

ঢাকা কসমোপলিটনের ইনার হুইল ক্লাব “সবার জন্য শিক্ষার অধিকার” প্রচার করতে এবং “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” উপলক্ষ্যে একটি সুবিধাবঞ্চিত স্কুলের শিক্ষার্থীদের শিক্ষাগত সামগ্রী এবং টিফিন বিতরণ করেছে। জেলা চেয়ারম্যান শাহানা আলম নির্ঝরের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে। ক্লাব সভাপতি শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বাঁধন-মম সংগ্রামী দুই মুখ

শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই তাদের পক্ষে সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম। যখন সমসাময়িক অনেক শিল্পীই চুপ করে ছিলেন তখন কোটা আন্দোলন ও পরবর্তীতে স্বৈরাচার পতনের ১ দফা আন্দোলনেও তাদের একসঙ্গে পাওয়া গেছে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পরও নিজেদের কর্মকাণ্ডের মধ্যদিয়ে প্রশংসিত হচ্ছেন এ দুই তারকা। বিশেষ করে নতুন বাংলাদেশ গঠনে কী কী ভূমিকা হতে পারে সেই বিষয়েও কথা বলছেন তারা। কথা বলছেন শোবিজের ভবিষ্যৎ নিয়েও। তারই ধারাবাহিকতায় বাঁধন ও মম শনিবার বিকাল ৩টায় জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়েছেন কিছু দাবি নিয়ে। দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের পক্ষ থেকে করা দাবির মধ্যে ছিল-সকল শিল্পী ও কলাকুশলীর নিরাপত্তা এবং তাদের কাজে ফেরার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করতে হবে, সম্পূর্ণ স্বাধীন ফিল্ম কমিশন গঠন করতে হবে, সকল রকমের চলচ্চিত্রকে সেন্সরমুক্ত করতে হবে, পূর্ণাঙ্গ সময় উপযোগী ও আধুনিক ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে, সমস্ত সিনেমা হল মেরামত করে প্রদর্শন উপযোগী করা এবং সকল সিনেমা হলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে এ দাবিগুলো নিয়ে অন্যান্য শিল্পীদের সঙ্গে ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন বাঁধন-মম। এ দুই তারকার শুরুটা লাক্স চ্যানেল আই সুপারস্টারের মধ্যদিয়ে। এরপর নিজেদের সুঅভিনেত্রী হিসেবে তারা প্রমাণ করে গেছেন বিভিন্ন কাজের মধ্যদিয়ে। এবার বিপ্লব থেকে শুরু করে নতুন বাংলাদেশের সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন দেখছেন ও দেখাচ্ছেন এ দুই তারকা।

শিক্ষার্থীদের দাবির পক্ষে রাজপথে মামুনুর রশীদ-মোশাররফ করিম-সিয়াম-বাঁধনরা

কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানাতে ও তাদের দেয়া ৯ দফা দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমেছেন মামুনুর রশীদ, মোশাররফ করিম, আজমেরি হক বাঁধন, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নুর, মিথিলা, সিয়াম আহমেদ, জাকিয়া বারী মম, রোবেনা রেজা জুঁই, নির্মাতা অমিতাভ রেজা, আশফাক নিপুণ, পিপলু খান, আকরাম খানসহ দৃশ্যম মাধ্যমের শিল্পীরা। বৃষ্টি উপেক্ষা করে নানা ব্যানার নিয়ে তারা আজ ফার্মগেটে সমবেত হন। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক- এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে সেখানকার চারপাশ। তাছাড়া বিভিন্ন গান গেয়েও নিজেদের প্রতিবাদ জানিয়েছেন। এ সময় সিয়াম আহমেদ বলেন, আমার পক্ষ থেকে আলাদা কিছু বলার নাই। সারা দেশের মানুষের যে দাবি সেটাই আমার দাবি। যখন এত মানুষ একটা দাবি নিয়ে এক হয় তখন একটু হলেও মাথায় আনা দরকার সেটা। আমাদের ভাই-বোনারা মারা যাচ্ছে। আপনি যদি সুস্থ সবল মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও মুগ্ধর ‘পানি লাগবে’ কানে বাজে। আমরা সারা জীবন মানুষের জন্য কাজ করি। দেশের মানুষের জন্য কাজ করি। ছাত্ররা আমাদের প্রধান দর্শক। তাদের পাশে যদি না থাকি তবে কাজ করার দরকার নেই। কেন কাজ করবো। আমার ছেলেও আজ থেকে ১৫ বছর পর বলবে তুমি তখন কি করেছ! কি জবাব দেব। তাই অবশ্যই আমি শিক্ষার্থীদের পক্ষে। যারা মারা গেছে আন্দোলন করতে গেয় তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো মানুষ শান্তি পাবে না। এটা আমার বিশ্বাস। আজমেরী হক বাঁধন বলেন, আমি মানসিকভাবে বিপর্যস্ত। আসলে আমার যদি বিবেক থেকে থাকে তবে মানসিকভাবে সুস্থ থাকার কোনো কারণ দেখছি না। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, যেদিন থেকে গুলি চলেছে, সেদিন থেকেই আমরা সবাই মানসিকভাবে ভালো নেই। একটুও শান্তিতে নেই। আমি শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম। যারা মারা গেছে তাদের হত্যার বিচার চাই। এসব শিক্ষার্থীদের মাঝে আমার সন্তান থাকতে পারতো।

জয় বাংলা কনসার্ট বয়কট করলো ক্রিপটিক ফেইট

কদিন ধরে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সহিংসতায় থমকে আছে সারাদেশ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি সরব দেশের শোবিজ অঙ্গনের মানুষেরাও। আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারা। এরই মধ্যে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট ঘোষণা দিয়েছে, জয় বাংলা কনসার্ট করবে না তারা। গতকাল রাতে ক্রিপটিক ফেইট তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ কথা জানায়। সেখানে তারা জানান, অনেকেই প্রশ্ন করছেন আপনারা জয় বাংলা কনসার্ট করবেন? যেই ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায়, অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর ‘না’। এমন পোস্টে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে ক্রিপটিক ফেইট। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় ভালবাসা প্রকাশ করেন তারা। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন। এমন ঘোষণা দিতে কেন এত বিলম্ব করল ব্যান্ডটি, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। এর আগে সংগীত শিল্পী সিনা হাসান ‘জয় বাংলা’ কনসার্ট বয়কটের ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। তিনি লিখেছিলেন,একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই তোষামোদকারী’ছেলেভুলানো’কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোন হিসেবেই যেন কখনই ডাকা না হয়।

বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করলো বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটির ‘দ্য শো ষ্টোপার’

বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটির যাত্রা শুরু হয় ‘স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী,আমি নারী এ আদর্শে সফল উদ্যোক্তা গড়ার প্রতিশ্রুতি নিয়ে। এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে ফ্যাশন ডিজাইনার ও দেশের বিভিন্ন সেক্টরে নারী উদ্যোক্তাদের একটি অবস্থান তৈরি করা। এ লক্ষ্যেই বি ডাবলিউ এফডি এস সংগঠন এর একটি ভিন্নমাত্রায় নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘দ্যা শো ষ্টোপার’। এই যাত্রায় সংযোজিত হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটি ইভেন্ট ‘ওয়েডিং ফেস্ট ২০২৪’। আয়োজনকে ঘিরে এক সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্টরা। ১৫ জুলাই রাজধানীর গুলশানের ‘লা ভিটা রেস্টুরেন্টে’এই উদ্যোগ নিয়ে বিস্তারিত জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন BWFDS এর সভাপতি আইরিন হক, ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দ রুমা,অভিনেত্রী অহনা রহমান,ফ্যাশন ডিজাইনার সৌমিন আফরিন, ফ্যাশন ডিজাইনার মারুফা রহমান, ফ্যাশন ডিজাইনার ফারজানা হক এবং নারী উদ্যোক্তা শামসুন্নাহার মিনা,জিনিয়া জামান পিংকি,লিজা মিতু,মাহি হোসেন রুপা। বাংলাদেশের বিয়ে নিয়ে ব্যতিক্রমধর্মী এই আয়োজন’ওয়েডিং ফেস্ট ২০২৪ হতে যাচ্ছে আগামী ১লা ও ২রা নভেম্বর। রাজধানীর তেজগাঁও অবস্থিত ‘আলোকি’ কনভেনশন হলে।