নানা আনন্দ আয়োজনে মধ্য দিয়ে বুধবার (১০ জুলাই ২০২৪) উদযাপিত হয়ে গেল বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে কর্মরত পেশাদার নাট্য-পরিচালকদের জাতীয় সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ছাড়াও নির্মাতা, মিডিয়া ব্যাক্তিত্ব ও কলা-কুশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নিকেতনস্থ কার্যালয়ে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত এই আনন্দ আয়োজনে ছিল আড্ডা, গান, চা-নাস্তা পর্ব ও সেলফি টাইম। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় সন্ধা ৭টা ৩০ মিনিটে।
সন্ধ্যায় কেক কাটা পর্ব শেষে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশকে ফুলেল শুভেচ্ছা জানান মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আরিফ রেহমান, ঢাকা টেলিভিশনের চেয়ারম্যান দ্বিতীয় সৈয়দ হক,চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শাহীন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক করিরুল ইসলাম রানা, নাট্যকার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান হেলাল ও সাংগঠনিক সম্পাদক রাজিব মনি দাস, ভিডিও এডিটর এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি মো: শওকত আলী রানা ও সাধারণ সম্পাদক আলী হাসান রুপন, টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ মাহবুব ও সাংগঠনিক সম্পাদক সাহিল রনি, কনফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাফর অপু ও সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম দিনার, লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সালাম, প্রযোজক ও অভিনেতা নজরুল রাজ সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
কেক কাটা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর ও সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনন্ত হীরা।
বিকাল থেকে শুরু হয়ে রাত অবধি চলা এই আয়োজন নাট্য পরিচালক, আমন্ত্রিত নাট্যকার, সংবাদকর্মী, অভিনয় শিল্পীসহ বাংলদেশের টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা, টিভি চ্যানেলের কর্মকর্তা ও জনপ্রিয় সেলিব্রেটিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়েছিল। গান, নাচ আর আড্ডায় ভরপুর ছিল অনুষ্ঠানস্থল। কফি কর্নারে খেতে খেতে আমন্ত্রিত ব্যক্তিরা নিজেদের মধ্যে আড্ডায় মশগুল ছিলেন। আগত অনেকেই সেলফি কর্নারে গিয়ে একক কিংবা অন্যদেও সঙ্গে সেলফি তোলায় মগ্ন ছিলেন।
সন্ধ্যায় কেক কাটা পর্ব শেষে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্বরা ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে সংগঠনকে আরো গতিশীল করার অনুরোধ জানান।
২৯ জুন ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাব বাংলাদেশ ৩৯তম জেলা সমাবেশ উদযাপন করেছে
২৯ জুন ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাব বাংলাদেশ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৩৯তম জেলা সমাবেশ উদযাপন করেছে।
প্রধান অতিথি ছিলেন ডা. দীপুমনি এমপি এবং বিশেষ অতিথি ছিলেন নাঈমা সাখাওয়াত। ঢাকা কসমোপলিটনের ইনার হুইল ক্লাব এ বছর ২য় স্থান অর্জন করেছে। 1.ইনার হুইল ক্লাব বাংলাদেশ , @ শাহানা আলম নির্ঝর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান,২০২৪-২০২৫ হয়েছেন, তিনি ইনারহুইল ক্লাব ঢাকা কসমোপলিটনের সদস্য। 2.সভাপতি হিসাবে তারানা নাশিদ শাওলি জেলা 328-এর 58 টি ক্লাবের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন। এছাড়াও তিনি ঢাকা কসমোপলিটনের ইনারহুইল ক্লাবের সদস্য।
হুর লাক্সারি বাই সৌমিন আফরিন
বর্তমান সময়ের ব্যস্ত ফ্যাশন ডিজাইনার সৌমিন আফরিন। ফ্যাশন ডিজাইনে স্নাতক সম্পন্ন করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। সৌমিন কস্টিউম ডিজাইনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য টিভি বিজ্ঞাপনের জন্য পোশাক তৈরি করেছেন। এরই ধারাবাহিকতায় রুপালি পর্দায় আসে তার কাজ। ২০১২ সালের বহুল আলোচিত‘চোরাবালি’চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি।
সৌমিন বরাবরই স্বপ্ন দেখতেন নিজের ফ্যাশন ব্র্যান্ড শুরু করার। সেই স্বপ্ন পূরণ হয় ২০১২ সালে। নাম দেন হুর। খুব অল্প সময়ে ক্রেতার আস্থা তৈরিতে সক্ষম হয় ব্র্যান্ডটি। সৌমিন ক্রেতাচাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন। ব্যক্তির ইচ্ছা, পছন্দকে গুরুত্ব দেওয়া হয়। তাই কাস্টমাইজড ডিজাইন তৈরিতে নিয়মিত হয়েছেন তিনি। ফ্যাশনিস্তাদের ইচ্ছা অনুযায়ী পোশাক বেছে নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। করোনাকালেও থেমে থাকেননি সাহসী সৌমিন। তিনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন। এরপরে ২০১৯ সালে, তিনি ‘হুর লাক্সারি বাই সৌমিন’ নিয়ে নতুন যাত্রা শুরু করেন। ক্রেতাদের পরিচয় করিয়ে দেন অভিজাত পোশাকের সঙ্গে। প্রোডাক্ট লাইনে রাখেন ব্রাইডাল ও পার্টিওয়্যার। এই ডিজাইনারের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে একটি ব্রাইডাল স্টুডিও প্রতিষ্ঠার । তিনি বলেন,‘আমার ক্রেতা ও বন্ধুরা আমাকে আজকের সৌমিন আফরিন হতে সাহায্য করেছেন। তাদের কাছে কৃতজ্ঞ।’
বার্ডস আই এর ঈদের শার্ট
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফ্যাশন হাউজ বার্ডস আই তাদের শোরুমে এনেছে বিভিন্ন মোটিফের পোশাক। তবে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে নিত্য নতুন ডিজাইনের ফ্যাশনেবল শার্ট।
কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজন এবং ফ্যাশন চিন্তা করে, তরুণদের পোশাকই এখানে বেশি রাখা হয়। এবার ঈদ যেহেতু গরমে পাঞ্জাবির পাশাপাশি অনেকে চাহিদার জায়গা থাকবে আরামদায়ক কাপড়ের তৈরি শার্ট । এছাড়া প্রতিটি উপলক্ষে তাদের আউটলেটে নতুনত্ব আনার চেষ্টা করে। ক্রেতাদের জন্য শার্ট ছাড়াও এখানে আরো আছে টি শার্ট , পলো টি শার্ট , পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ইত্যাদি। চায়না,ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের এসব পোশাক সারাদেশের উপজেলা ও জেলা পর্যায়ে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে।( BIRDS EYE )বার্ডস আই। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।
বার্ডস আইয়ের ঈদের টি শার্ট
ঈদ-উল-আযহা তাদের আউটলেটে এনেছে নানারকম বাহারি ডিজাইন ও মোটিফের পোশাক। তবে এবারের তাদের বিশেষ আয়োজন হিসেবে রয়েছে নতুন নতুন নান্দনিকন ডিজাইনের ফ্যাশনেবল টি শার্ট। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজন এবং ফ্যাশন চিন্তা করে, তরুণদের পোশাকই এখানে বেশি রাখা হয়। এবার ঈদ যেহেতু গরমে পাঞ্জাবির পাশাপাশি অনেকে চাহিদার জায়গা থাকবে আরামদায়ক কাপড়ের তৈরি টি শার্ট । এছাড়া প্রতিটি উপলক্ষে তাদের আউটলেটে নতুনত্ব আনার চেষ্টা করে। ক্রেতাদের জন্য টি শার্ট ছাড়াও এখানে আরো আছে পলো টি শার্ট , শার্ট, হাফ হাতা শার্ট ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি,ইত্যাদি। চায়না,ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের এসব পোশাক সারাদেশের উপজেলা ও জেলা পর্যায়ে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে। ( BIRDS EYE )বার্ডস আই। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা। যোগাযোগ:বার্ডস আই,২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট(২য় তলা),শাহবাগ, ঢাকা-১০০০,ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২।
বিরক্ত ফারিয়া
কিছুদিন আগেই ‘বিশ্ব মা দিবসে’ মা হওয়ার সুসংবাদ দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তিনি নিজেই শেয়ার করেছিলেন। এর কয়েকদিন পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ হয়ে ফেসবুকে লিখেন, মা হওয়ার খবরটি শেয়ার করার পর আমি ভয়াবহ অসুস্থ হয়ে পড়ি। তিনি সকলের উদ্দেশ্যে লিখেন, এমন কেন হয়? মানুষ অন্যের ভালো খবর শুনলে এমন কালো নজর দিয়ে ধ্বংস করে দিতে চায় কেন সব? এ সময় তিনি জানান, আর কোনো খবর প্রকাশ করবেন না তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও বলেছিলাম আর কোনো খবর শেয়ার করবো না। কিন্তু বেহায়ার মতো করে ফেলে আবার কান ধরলাম। জানা যায়, সন্তানের কথা ভেবে আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন এই অভিনেত্রী। বেশ বিরক্তি প্রকাশ করে সম্প্রতি আরেক পোস্টে তিনি বলেন, যেহেতু আমি এখন কোনো কাজ করছি না, সেহেতু আমার ফোনটা বন্ধ করে দিয়েছি। অনুগ্রহ করে কেউ আমাকে ফোন করবেন না। অভদ্রের মতো মেসেঞ্জারেও কল না দেয়ার অনুরোধ করছি। আমার মতো নাদান সেলিব্রিটিকে কারও দরকার হওয়ারও কথা নয়, এটা আমার বিশ্বাস। উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। এরপর মডেলিং এবং ছোট পর্দায় অভিনয় করে পরিচিতি পান এই অভিনেত্রী।
যৌতুক মামলায় জামিন পেলেন উপস্থাপিকা মৌসুমী মৌ’র স্বামী
যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় এবার জামিন পেলেন মডেল-উপস্থাপিকা মৌসুমী মৌ (কামরুন্নাহার মৌসুমী) এর স্বামী আরিফ বিল্লাহ হক। বুধবার (২৯ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত-২১ এর বিচারক তাহমিনা হক এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও মো. বাহাউদ্দিন আল ইমরান। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এন এম গোলাম জিলানী।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর আরিফ বিল্লাহ হকের সঙ্গে মডেল ও উপস্থাপিকা কামরুন্নাহার মৌসুমী ওরফে মৌসুমী মৌ পারাবিরাকিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আরিফ একজন কোচিং শিক্ষক। কৌশলে তিনি তার স্ত্রী মৌ’য়ের কাছ থেকে বিভিন্ন সময়ে ৭ লক্ষ ৯৫ হাজার টাকা আদায় করেছে। যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একইসঙ্গে মামলাতে যৌতুকের টাকার জন্য মৌকে মারধরের অভিযোগও করা হয়েছে।
আদালত সূত্র জানায়, মামলার ধার্য তারিখ বুধবার (২৯ মে) আসামিপক্ষের আইনজীবীরা আপোষের শর্তে আদালতের কাছে জামিন প্রার্থনা করেন। আরিফের আইনজীবীরা আদালতকে জানায়, স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো একপ্রকার ধার হিসেবে নেয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে। অন্যদিকে, একইদিন বাদী আদালতে উপস্থিত না থেকে সময় প্রার্থনার আবেদন দেন। শুনানি নিয়ে আদালত উভয়পক্ষের আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ধার্যের আদেশ দেন।
গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি
প্রচণ্ড গরমের সময় ডিহাইড্রেটেড হওয়া বা শরীর অতিরিক্ত গরম হয়ে যায়। তখন হিটস্ট্রোক হতে পারে। এই গরমে এখনই সাবধানতা অবলম্বন করতে হবে। দেশের কিছু জায়গায় ইতোমধ্যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৈশাখ মাস শুরু হয়েছে যার জন্য গরম পড়তে শুরু করেছে। এ থেকে বাঁচতে হলে কিছু কিছু নিয়ম মানা দরকার। ঘর থেকে বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে হবে এবং খুব যদি বেশি প্রয়োজন না হয় তাহলে ঘরে থাকা ভালো। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত গরমের তীব্রতা একটু বেশি থাকে তাই এই সময় খুব বেশি প্রয়োজন না হলে বের না হওয়া ভালো। এই গরমে তীব্র তাপে শরীর শুষ্ক হয়ে যায় তাই শরীরে আদ্রতা বজায় রাখতে অবশ্যই বেশি পরিমাণে পানি খেতে হবে এবং বাইরে বের হলে শরীরে ঘাম হলে ঘাম মুছে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে ঠাণ্ডা লেগে না যায়। দীর্ঘক্ষণ ধরে ঘেমে থাকলে ঘাম বসে গিয়ে শরীরে ঠাণ্ডা লাগতে পারে এবং বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে। ঘামে শরীর থেকে প্রচুর পরিমাণে খনিজ পদার্থগুলো বের হয়ে যায়, তখন ইলেক্ট্রোলাইটের ঘাটতি হতে পারে যার জন্য প্রচুর পানি খেতে হবে এবং ওরস্যালাইন খাওয়া যেতে পারে। ফাস্টফুড বা জাংক ফুড জাতীয় খাবার একদমই পরিহার করতে হবে। এই গরমে সুতির কাপড় বা হালকা রঙের কাপড় পরিধান করলে অনেকটুকু আরাম পাওয়া যায়। প্রচণ্ড গরমে শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে তাপমাত্রা বেড়ে গেলে হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারে।
ফলে খুব দুর্বলতা অনুভব ও প্রচণ্ড পিপাসা পাওয়া, দ্রুত শ্বাস-প্রশ্বাস, মাথাব্যথা, বমিভাব ইত্যাদি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও চিনি শরীরের ভারসাম্য রাখতে সাহায্য করে। দীর্ঘ সময় গরমে থাকলে শরীরে ঘাম হলে ওরস্যালাইন খাওয়া যেতে পারে। বেশি পরিমাণে তাজা ফলমূল ও শাক-সবজি খেতে হবে। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন। হিটস্ট্রোকে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু না করলে খিঁচুনি হতে পারে যা খুবই মারাত্মক। স্ট্রোক একটি মেডিক্যাল ইমার্জেন্সি। তাই হিটস্ট্রোকের লক্ষণগুলো দেখার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসা না শুরু করলে গুরুতর ডিহাইড্রেশন হতে পারে। হিটস্ট্রোকের মারাত্মক প্রভাবে রোগীর খিঁচুনি, অজ্ঞান এবং মৃত্যু হতে পারে। হিটস্ট্রোকে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু, বয়স্ক ব্যক্তি, শ্রমজীবী যারা আছেন যেমন রিকশা চালক, নির্মাণ শ্রমিক, কৃষক অথবা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা কিডনির জটিলতায় ভুগছেন।
ঘরের বাইরে এখন তীব্র গরম এবং বাতাসে আর্দ্রতার পরিমাণও কম, তাই শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যাচ্ছে। তাতে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা হচ্ছে, বিশেষ করে যারা বৃদ্ধ বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তারা। বিশেষ করে কিডনি জটিলতা যাদের তাদের ক্ষেত্রে পানিশূন্যতা আরও জটিল আকার ধারণ করে।
পানিস্বল্পতা ছাড়াও গরমের কারণে চামড়ায় (ংশরহ) ঘামাচি এবং এলার্জি হতে পারে। গরমের কারণে অতিরিক্ত ঘাম তৈরি হয় যার চাপে ঘর্মগ্রন্থির মুখ খুলে যায়, ফলে ত্বকের নিচে ঘাম জমতে থাকে। অনেক সময় সেখানে ইনফেকশন হয়ে যেতে পারে। তাই ঘাম জমতে দেওয়া যাবে না, ঘাম মুছে ফেলতে হবে। গরমে খুব বেশি ঘামাচি সমস্যা দেখা দেয়। যদি খুব বেশি অসহ্য ব্যথা হয় বা চুলকানি হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত। খুব বেশি ঠাণ্ডা পানি খাওয়া যাবে না তাতে ঠাণ্ডা বসে যাবে। অনেকে আছে বাইরে থেকে এসে অস্থির হয়ে ঠাণ্ডা পানি খেয়ে ফেলে সে ক্ষেত্রে হঠাৎ করে ঠাণ্ডা পানি খেলে সেটা আমাদের পাকস্থলীর উপরে চাপ পড়ে এবং ঠাণ্ডা বসে গিয়ে সর্দি, হাঁচি-কাশি এবং নিউমোনিয়া হয়ে যেতে পারে। তাই এই গরমে বাইরে থেকে ঘরে এলে ঘাম ভালোমতো শুকিয়ে নিতে হবে তারপরে স্বাভাবিক হয়ে গোসলটা করে নেওয়া ভালো। গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের বেলায় আরও জরুরি। এই গরমে সবাই সচেতন হন, নিজের যত্ন নিন। ভালো থাকুন।
ডা. আয়শা আক্তার : উপপরিচালক, ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল,শ্যামলী, ঢাকা
আবারও মস্কো জয় করলো বাংলাদেশি সিনেমা
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে পুরস্কার জিতেছে বাংলাদেশি সিনেমা ‘নির্বাণ’। সিনেমাটি এই উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) পর্দা নামে ৮ দিনব্যাপী ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এদিন মস্কোর স্থানীয় সময় সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন বসে। একে একে ঘোষণা করা হয় সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনয়শিল্পীদের নাম। এ বছর বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয় রাশিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার সের্গেই উরসুল্যাককে। এছাড়া সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় মেক্সিকো ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘শেম’। ‘কোল্ড সায়’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার অর্জন করেন ইরানি নির্মাতা নাহিদ আজিজি। ‘শেম’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন জ্যাঁ র্যামন লোপেজ এবং জার্মানি সিনেমা স্লামাশেলের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন মারাইকে বিকির ১৯ এপ্রিল শুরু হয় মস্কো উৎসব। আজ ২৬ এপ্রিল ছিল সমাপনী আয়োজন। এই আয়োজনে শুরু থেকে অংশ নেন সিনেমার পরিচালক আসিফ ইসলাম। আসিফ ইসলাম জানান, পুরস্কার ঘোষণার খবর তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। পুরস্কার হাতে নিয়ে এখনো তিনি কাঁপছেন।এর আগে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একই পুরস্কারসহ মোট দু’টি পুরস্কার জিতে নিয়েছিল যুবরাজ শামীমের ‘আদিম’।
বুলগেরিয়ায় যাচ্ছে ‘কাঠগোলাপ’
দেশের মাটিতে মুক্তির জন্য সেন্সর বোর্ডের অনুমোদনপত্র মেলেনি চলচ্চিত্র প্রযোজক মো.ফরমান আলীর সিনেমা ‘কাঠগোলাপ’। তবে দেশে মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি। সেই ধারাবাহিকতায় এবার সিনেমাটি যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন বুলগেরিয়ার ‘দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ।‘কাঠগোলাপ’ সিনেমার প্রযোজক মো. ফরমান আলী জানিয়েছেন, দেশটির রাজধানীর সোফিয়া বলকান প্যালেসে ১লা জুন থেকে উৎসবটি শুরু হবে। এই উৎসবে সিনেমাটি বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করবে। সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। অপূর্ণ রুবেলের কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। প্রযোজক ও মুক্তিযোদ্ধা ফরমান আলী বলেন, এ মাসেই বুলগেরিয়ার ‘দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যাল’ থেকে উৎসবে যোগ দিতে আমন্ত্রণপত্র আসে। সিনেমাটি প্রতিযোগিতামূলক বিভাগের জন্য মনোনীত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে সিনেমাটি। যদিও সিনেমাটি সেন্সর বোর্ড কোনো কারণ ব্যাখ্যা না করেই গত ছয় মাস ধরে আটকে রেখেছে।