Author Archives: sadmin@gmail.com

এস সিরিজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘কবে তুই বুঝবিরে বল’

অনুষ্ঠিত হয়ে গেলো এস সিরিজ মাল্টিমিডিয়া এর জমকালো শুভ উদ্ধোদন এবং এস সিরিজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘কবে তুই বুঝবিরে বল?’ মিউজিক ভিডিওর প্রিমিয়ার শো। গানটিতে কন্ঠ দিয়েছেন সোহেল রানা ও মাইশা শান্তা। সোহেল রানা মূলতঃ এস এ টিভি ও কিংবদন্তি মিডিয়া আয়োজিত ব্যাংকাস ভয়েজ রিয়েলিটি শো এর সেরা ১০ শিল্পী ও মাইশা শান্তা চ্যানেল আই সেরা কন্ঠের সেরা ১০ এর শিল্পী। গানটি সম্পর্কে সোহেল রানা বলেন – বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং এর জন্য গানটির কথা সম্পুর্নটাই ভিডিওতে ফুটে উঠেছে, এই সুন্দর কাজের অনুপ্রেরণা আমাকে আগামীতে সুন্দর কাজ করতে সহায়তা করবে, আশাকরি ঈদ উপলক্ষে রিলিজকৃত এই গানটি দর্শক সানন্দে গ্রহণ করবে। গানটি লিখেছেন শামীম মাহমুদ এবং সুর করেছেন ও সংগীত আয়োজন করেছেন বিশ্বজিৎ বড়ুয়া সামু। গানটি সম্পর্কে ভিডিও নির্মাতা আলী আহসান লিটন বলেন – রোমান্টিক ফিল্মি এ গানটি প্রথম শুনেই আমাকে কল্পনাতে ভাসিয়েছে, কতটুকু তুলে ধরতে পেরেছি তা দর্শকরাই বলতে পারবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল দেশ বরেন্য সংগীত শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, মডেল, পরিচালক, সাংবাদিকসহ মিডিয়া ব্যক্তিবর্গ।

১লা বৈশাখ প্রাঙ্গণেমোরের নতুন নাটক টিনের তলোয়ার

মাত্র এক মাসের ব্যবধানে বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর আবারও মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক। এবার উৎপল দত্তের লেখা বিখ্যাত নাটক "টিনের তলোয়ার"। নাটকটি নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা, নির্দেশক
ও নাট্যকার অনন্ত হিরা। আগামী ১লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এছাড়া ২ ও ৩ বৈশাখ পরপর দুই দিন একই হলে নাটকটির
আরও দুটি প্রদশর্নী হবে। ২০ এপ্রিল বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকটির আরও একটি প্রদর্শনী হবে এবং একই হলে ১৯ এপ্রিল অনন্ত হিরার লেখা ও নূনা আফরোজের নির্দেশনায় অভিনেতা নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে। টিনের তলোয়ারের নাট্যসংক্ষেপ টিনের তলোয়ার থিয়েটারওয়ালা বা নাটকওয়ালাদের অস্ত্র। টিনের তলোয়ার নাটকের ভেতরে নাটক। টিনের তলোয়ার মানুষের মানুষ হয়ে ওঠার প্রয়াস। টিনের তলোয়ার মানুষের শিল্পী হয়ে ওঠার চেষ্টা।
টিনের তলোয়ার থিয়েটারওয়ালাদের এক বহমান লড়াই। টিনের তলোয়ার নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, আউয়াল রেজা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। টিনের তলোয়ার' নাটকটির মঞ্চ ডিজাইন করেছেন ফয়েজ জহির, আলো ঠাণ্ডু রায়হান, সঙ্গীত শিশির রহমান, পোশাক নূনা আফরোজ ও পোস্টার চারু পিন্টু।

ঈদে সুনায়রা শিনঝিরি’র স্বপ্ন যাবে বাড়ি

ঈদ আসলেই টিভি পর্দা কিংবা সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠে যেই সুর। সেই ‘স্বপ্ন যাবে বাড়ি’ বিজ্ঞাপনে এবার শিশু মডেল হিসেবে কাজ করলো সুনায়রা শিনঝিরি। ২০১৬ থেকে গ্রামীণফোনের হাত ধরে এই বিজ্ঞাপনের শুরুটা করেছিলেন জনপ্রিয় নির্মাতা শাহরিয়ার পলক। প্রতিবারের মত এবারের বিজ্ঞাপনটিও নির্মাণ করেন তিনি। ঈদ মানেই এই গান, যে গানের সুর করেছিলেন হাবিব ওয়াহিদ আর কণ্ঠ দিয়েছিলেন মিঠুন চাকরা। শিশু মডেল সুনায়রা শিনঝিরি’র এটি ২৫ তম বিজ্ঞাপন। এর আগে কাজ করেছে বসুন্ধরা টিস্যু, ইভালি , ফুডপান্ডা, নিডো, ওরিয়ন , রাঁধুনী, আরডি মিল্ক , বেজ ক্যাম্প, প্রাণ , গ্রামীণ ফোনের মত জনপ্রিয় পণ্যের টিভি বিজ্ঞাপনে। টিভি বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড টু’র শিক্ষার্থী সুনায়রা বলে, আমি বুঝিনি শুটিং করছি। সবার সাথে মজা করতে করতে কাজ শেষ হয়ে গেলো। ‘স্বপ্ন যাবে বাড়ি’ আমার ও আমার দর্শকদের এবারের ঈদ গিফট। নির্মাতা শাহরিয়ার পলক বলেন, ‘এবারের গল্পগুলো একটু ভিন্ন। অবশ্যই প্রতিবারের মতো প্রিয়জনের অপেক্ষা ও কাছে পাওয়ার এসেন্স নিয়ে তৈরি এবারের স্বপ্ন যাবে বাড়ি। কিন্তু চেষ্টা করেছি ভিন্ন লেন্সে গল্পগুলো বলার। আমার জন্য ‘স্বপ্ন যাবে বাড়ি’ একটি লিগ্যাসি প্রডাকশন। স্বপ্ন যাবে বাড়ি’র পেছনের গল্পটা বেশ দীর্ঘ। ঈদ উপলক্ষে ঢাকায় বসবাসকারীদের গ্রামে ফেরা ও তাদের ঘরের প্রতি আবেগের বহিঃপ্রকাশ দেখানো হয়েছে এই বিজ্ঞাপনে।

২০ বছর পর একসঙ্গে গাইলেন শওকত আলী ইমন ও আঁখি আলমগীর

শওকত আলী ইমন ও আঁখি আলমগীর বাংলা সঙ্গীতের আকাশে জ্বলজ্বলে দুই তারা। নিজেদের মেধা, মনন আর পরিশ্রম দিয়ে সঙ্গীতের এক অনন্য উচ্চতায় অবস্থান করছেন এই দুই তারকা। কাজের স্বীকৃতিস্বরূপ দু’জনেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আঁখি আলমগীরের কণ্ঠের জন্য শওকত আলী ইমনের সংগীত পরিচালনা মানেই অন্যরকম ধামাকা। ‘জল পড়ে পাতা নড়ে’,‘বাবুজি’,‘শ্যাম পিরিতি’ থেকে সর্বশেষ ‘রাজকুমারী’ তাদের এই গানগুলো শোনেননি; এমন শ্রোতা পাওয়া মুশকিল। এই দুই তারকা কিন্তু ডুয়েট গানও করেছিলেন। সেটা ২০ বছর আগের গল্প। সিনেমার গানে কণ্ঠ মিলিয়েছিলেন তারা।
২০ বছর পর আবার একসঙ্গে কণ্ঠ মেলালেন আঁখি আলমগীর ও শওকত আলী ইমন। প্লেব্যাকে এর আগে দুটি গান একসঙ্গে গাইলেও অডিওতে এবারই প্রথম ডুয়েট গাইলেন দু’জন।
গানের শিরোনাম ‘কফির পেয়ালা’। প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার আকুলতা কাব্যে সাজিয়েছেন গীতিকবি আশিক মাহমুদ। আকাশ মাহমুদের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গানটির ভিডিও নির্মাণ করেছেন শিথিল রহমান। এতে মডেল হয়েছে আঁখি আলমগীর ও শওকত আলী ইমন নিজেরাই। গানের ভিডিওতে আঁখি ও ইমনকে দেখা যাবে একে অন্যের প্রেমের শ্রোতে ভাসছেন আবার ডুবছেন।
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটি নিয়ে শওকত আলী ইমন বলেন, ‘আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। দুজনেই চেষ্টা করেছি ভালো একটি গান উপহার দেওয়ার। রোমান্টিক ধাঁচের এই গানটি আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’
আঁখি আলমগীর বলেন, ‘এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো আরও একটি গান বানিয়েছে ইমন। সেই সাথে কণ্ঠও দিয়েছে সে। এজন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমরা নিজেরাই পারফর্ম করেছি। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ৩১ মার্চ রবিবার তাদের ইউটিউব চ্যানলে অবমুক্ত করা হবে ‘কফির পেয়ালা’ গানটির ভিডিও। সেই সাথে গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপএ।

তোমার রূপকথাতে আমি হব রাজকুমার

শাকিব খান জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে নিজের ৪৫তম জন্মদিন উদ্‌যাপন করেছেন ‘প্রিয়তমা’ নায়ক। নিউইয়র্কের টাইমস স্কয়ারে নায়কের পোস্টার টানান ভক্তরা। জন্মদিনের আগের দিনই কোরবানির ঈদের সিনেমা ‘তুফান’র ফার্স্ট লুক প্রকাশিত হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্টার। পোস্টারে দুর্ধর্ষ গ্যাংস্টারের মতো হাজির হয়ে সবাইকে চমকে দেন ঢালিউডের বার্থডে বয়। এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। জন্মদিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় প্রকাশিত হলো সিনেমার টাইটেল ট্র্যাক। গানটিতে শাকিব খান আর মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জাদুকরি রসায়নে মুগ্ধ ভক্তরা। যুক্তরাষ্ট্রের চোখজুড়ানো বিভিন্ন স্থানে হয়েছে গানের দৃশ্যধারণ। গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টায় ভিউ হয়েছে ১ মিলিয়ন। ‘রাজকুমার’ গানটিও গেয়েছেন তুমুল জনপ্রিয় গান ‘প্রিয়তমা’র কণ্ঠজুটি বালাম ও কোনাল। এমনকি বছরের সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হয়েছিল ‘প্রিয়তমা’। ‘রাজকুমার’ গানটিও তেমনই হবে—সেই প্রত্যাশা গায়ক-গায়িকার। আসিফ ইকবালের কথায় সুর করেছেন আকাশ সেন। গানটি প্রকাশিত হয়েছে ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে সামাজিক মাধ্যমেও তুমুল সাড়া ফেলে দিয়েছে গানটি। শাকিব–ভক্তরা খুশি, অন্তত মন্তব্য সেটা প্রমাণ করে। অনেকে এটিকে ‘প্রিয়তমা’ গানের সঙ্গে তুলনা করছেন। কেউ কেউ শাকিবকে দশে দশ দিলেও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির অভিব্যক্তির যথার্থতা নিয়ে তুলেছেন প্রশ্ন। অবশ্য নেট দুনিয়ায় ভিন্ন মন্তব্যও দেখা গেছে। অনেকে বলছেন, টাইটেল সং হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেনি গানটি। অনেকে ধারণা করছেন, ‘প্রিয়তমার’ মতো ‘রাজকুমার’ও ঢাকাই চলচ্চিত্রের চাকা ঘুরিয়ে দিতে পারে এবারও।
কিছুদিন আগে গুলশানে সীমিত পরিসরে করা এক সংবাদ সম্মেলনে, ‘প্রিয়তমার’ চেয়েও ‘রাজকুমার’কে অনেকাংশেই এগিয়ে রেখেছেন শাকিব খান। বলেছেন, ‘রাজকুমার’ একটি পরিপূর্ণ ছবি। বিশ্বব্যাপী আরও বড় পরিসরে মুক্তি পাবে সিনেমাটি। কিছুদিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, হিমেল বলেন, ‘এমন এমন লোকেশনে, এমন এমন আয়োজনে “রাজকুমার”–এর শুটিং হয়েছে, যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান পেশাদার কলাকুশলী কাজ করেছেন, সঙ্গে বাংলাদেশের টিম তো ছিলই।
বাংলাদেশি চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় “হোম অ্যালোন ”, “জন উইক ২”, “স্পাইডার–ম্যান”–এর মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন “রাজকুমার” সিনেমায়।’ হিমেল আশরাফ এ–ও লিখেছেন, ‘একটা গানের সুন্দর চিত্রায়ণের জন্য মুম্বাইয়ের আদিল শেখের মতো কোরিওগ্রাফারকে আমরা নিউইয়র্কে নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাইয়ে, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খলনায়ক ও ফাইটারদের।’
প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর গল্পে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। ঈদে ‘প্রিয়তমা’র সব রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হলে পা দেবে বিগ বাজেটের এই সিনেমা।

তৈমুর এখনই ছোট ভাইয়ের ওপর খবরদারি করে,বললেন কারিনা

দুই বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর দীর্ঘ প্রেমের পর ২০১২ সালের ১৬ অক্টোবর ঘর বাঁধেন। চার বছর পর তাঁদের ঘরে আসে ছোট নবাব তৈমুর। তারপরও কারিনা সমানতালে অভিনয় চালিয়ে গেছেন। পরে ২০২০ সালে দ্বিতীয়বার মা হন এই তারকা। তখনো সব সামলে কাজে ফিরেছিলেন কারিনা। কিন্তু দুই সন্তান নিয়ে সংসার ও অভিনয় চালিয়ে যাওয়া কি সহজ ছিল? এবার সেই ঘরের খবরই একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেত্রী।
বড় ছেলে তৈমুর আলী খানের বয়স এখন সাত বছর। ছোট ছেলে জাহাঙ্গীর। পরিবারে তার ডাকনাম জেহ। এখন তার বয়স তিন বছর। বলা যায়, বেশ বড় হয়ে উঠছে ছেলেরা। তাহলে কারিনার আর চিন্তা কিসে। এখন সমানতালে শুটিং ও সংসার চালিয়ে যাচ্ছেন? এমনটা যাঁরা ভাবছেন, তাঁরা শুনে অবাক হবেন যে দূর থেকে সংসারটা এমন হওয়ার কথা থাকলেও দুই ছেলেকে নিয়ে নাজেহাল এই দম্পতি। একসঙ্গে সন্তান বড় করা আর ক্যারিয়ার ঠিক রাখতে গিয়ে নাভিশ্বাস উঠে গেছে। কারণ, এই তারকার ছোট দুই সন্তান মারামারিতে পর্যন্ত জড়ান। তবে ভালো যে বাসেন না, তেমনটা নয়। দুই ভাইয়ের অনেক মিল। কিন্তু যত ঝামেলার শুরু হয় বড় ভাই তৈমুরের ছোট ভাইয়ের ওপর খবরদারি করার কারণে।
কারিনা জানান, দুই ভাই সব সময় একসঙ্গে থাকে। ছোট ছেলেটা তৈমুর ছাড়া কিছু বোঝে না। তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ। কিন্তু হঠাৎ করেই যেন সব উল্টাপাল্টা হয়ে যায়। ‘আমি হয়তো দেখলাম দুই ভাই মারামারি করছে, দুষ্টুমি করছে। তখন তাদের বোঝাই এগুলো না করতে। একে অন্যকে ভালোবাসতে বলি। বা মারামারি করলে পৃথক করে দিই। তখন বুঝতে পারি তৈমুর বড় সেই কারণে সে ছোট ভাইয়ের ওপর কর্তৃত্ব দেখায়। অনেক সময় সে জেহকে বুলিং করে, আবার ধাক্কাও দেয়। তখন আমার আর সাইফের একটাই কথা থাকে, তোমার এগুলো কি করছ?-একটি ইউটিউবকে দেওয়া সাক্ষাৎকারে বলেন কারিনা।
দুই ছেলেকে নিয়ে ভালো সময় কাটলেও প্রায়ই অতিষ্ঠ হতে হয় এই তারকাকে। কারিনা বলেন, ‘দুই ছেলেকে সামলানো খুবই কঠিন। মনে হয় তারা এখন অনেক শক্তিশালী। আগে যা সিনেমায় দেখেছি এখন সেগুলো আমার বাস্তব জীবনে ঘটছে।’
দুই ছেলেকে নিয়ে ঘটনা এখানেই শেষ না। একদিন সকালে একটু নিজে মতো করে সময় কাটাচ্ছিলেন কারিনা। এমন সময় তিনি শুনতে পান স্বামী সাইফের উচ্চ স্বর। সাইফের উচ্চ স্বরে চিৎকার শুনে দ্রুত ঘটনা স্থলে আসেন কারিনা। এসে জানতে চাই, ‘কি হয়েছে?’ তিনি তাকিয়ে দেখতে পান দুই ছেলে তখনো মারামারি করছে। আর সাইফ তাদের ছাড়ানোর চেষ্টা করছে। কারিনা বলেন, ‘ঘর ক্যারিয়ার সামলানো নিয়ে কঠিন অবস্থায় থাকতে হয়। ছেলেদের বোঝাতে, মারামারি থামিয়ে সহ অবস্থানে নিয়ে আসতেই প্রায় দিন চলে যায়। তারা দুজনই শক্তিশালী ব্যক্তি (হেসে)। আবার ছোটটা অনেক সময় বলে, সে বড় ভাইকে ধাক্কা দেয় নাই। আবার বড় ভাই কিছু বললেই বলে, ‘‘তার রুমে না আসতে।’ ’ তবে দুই ভাইয়ের রাগ অভিমান বেশি সময় থাকে না। ১৫ মিনিট পরপরই তাদের মুড পরিবর্তন হয়। তার পরে একসঙ্গে খাওয়া ও খেলাধুলা শুরু হয় দুই জুনিয়র খানের। বেশির ভাগ সময় তাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকে।’
হাসতে হাসতে কারিনা এটাও জানান, দুই ভাইয়ের মারামারির পরে কারিনা তাদের কখনো শাসন করেন। কারিনা বলেন, ‘দেখা যায় এমনও হয় ছোটটা তৈমুরকে লাথি মেরেছে। তখন আমি বলি তৈমুর তোমার বড় তাকে লাথি মারলা কেন? তখন তৈমুর কান্না করতে করতে বলতে থাকবে, ‘‘আমি তোমার কারণে জেহ এর ওপর রেগেছিলাম, জেহর সঙ্গে এভাবে জোরে কথা বলবে না।’ তখন হাসা ছাড়া আর কিছুই করার থাকে না এই অভিনেত্রী।
বোঝাই যাচ্ছে ক্যারিয়ার সংসার নিয়ে কঠিন সময় পার করতে হচ্ছে কারিনাকে। তারপরেও থেমে নেই এই অভিনেত্রী। এর মাঝেই শুটিং শেষ করতে হচ্ছে। কাল শুক্রবার কারিনা অভিনীত ‘ক্রু’ মুক্তি পাবে। তাঁর সঙ্গে অভিনয় করেছেন টাবু ও কৃতি শ্যানন প্রমুখ। এটি পরিচালনা করেছেন রাজেশ এ কৃষ্ণা।

আবারও ঢাকায় গডজিলা ও কিং কং

প্রায় তিন বছর পর আবারও দর্শকের সামনে আসছে গডজিলা ও কিং কং। বাংলাদেশের দর্শকদের মধ্যে গডজিলা ও কিং কংয়ের বেশ জনপ্রিয়তা রয়েছে। শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে মনস্টারভার্স ফ্র্যাঞ্চাইজির সিনেমা গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার; একই দিন থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হবে ছবিটি। এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত গডজিলা ভার্সেস কং সিনেমার সিকুয়েল এটি। গডজিলা ভার্সেস কং সিনেমাটিও মুক্তি দিয়েছিল স্টার সিনেপ্লেক্স। গত বছরের ডিসেম্বরে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের ইউটিউব চ্যানেলে ছবির ট্রেলার মুক্তির পর আলোচনার ঝড় তুলেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে ৮ মিলিয়নের বেশি দর্শক ট্রেলার দেখে ফেলেছেন। ছবির ট্রেলারে দেখা যায়,পিরামিডের পাশে মাটি ফুঁড়ে প্রকাণ্ড এক হাত উঠে আসে। বরাবরের মতোই লড়াইয়ে শামিল হয়েছে কিং কং ও গডজিলার। এই সিনেমায় টাইটানদের ইতিহাস, স্কাল আইল্যান্ডের রহস্য তুলে আনা হয়েছে। সঙ্গে পৌরাণিক যুদ্ধ দেখানো হবে। গডজিলা আণবিক নিশ্বাস ছাড়লেও শেষ পর্যন্ত কাবু হয় কংয়ের বাহুবলের কাছে, নাকি ‘অবমানব’ কংয়ের মানবিক সত্তার কাছে? সে উত্তর মিলবে এই সিনেমায়। আগের ছবির মতো এই ছবিও পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। ছবিতে আগের চরিত্রেই দেখা যাবে রেবেকা হল, ব্রিয়ান টাইরি ও কেলি হটলকে। এ ছাড়া এবার নতুন যোগ হয়েছেন ড্যান স্টিভেনস ও ফালা চেন।

জুয়েল-মিলির প্রেম যেন ‘রূপকথা’

এমন প্রেম এখন আর সচরাচর মেলে না। ঠিক যেন রূপকথার মতো। তেমনই এক অমর প্রেমের গল্প দেখা যাবে আসছে ঈদে সিএমভি’র ঈদ আয়োজনে ‘রূপকথা’ নামের সিনেমায়। ৭৫ মিনিট দৈর্ঘ্যের এই নির্মাণে প্রেমিক জুয়েল ও প্রেমিকা মিলি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। রচনা ও নির্মাণে জাকারিয়া সৌখিন। নির্মাতা জানান, নাটক বা টেলিছবি নয় তিনি আসলে একটি সিনেমা বানানোর চেষ্টা করেছেন। বিশেষ এই সিনেমাটিতে দেখানোর চেষ্টা করেছেন প্রেম, বিরহ আর পারিবারিক আবহের অনবদ্য এক প্রেম কাহিনি। যেটি দেখলে দর্শকদের মনে হবে রূপকথা’র মতোই। গল্পের শুরুটা এমন, ফুলের মতো সুন্দর মায়তলী গ্রামের একমাত্র কাঁটা জুয়েল নাসের এক যুবক। পুরো গ্রাম তার অত্যাচারে অতিষ্ঠ। একই গ্রামে মিলিকে আসতে হয় বাবার বদলির চাকরির সুবাদে। এরপর শুরু হয় ‘রূপকথা’র প্রেম-বিরহের বুনন। জানান জাকারিয়া সৌখিন।‘রূপকথা’য় অভিনয় করে স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন তৌসিফ-পায়েল দুজনেই। বলছেন,এই ঈদে তাদের সেরা কাজ হতে যাচ্ছে এটি। কারণ এর গল্প ও নির্মাণ দুটোই অসাধারণ।

সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!

ফারহান আহমেদ জোভান সম্প্রতি বেশ ঢাক-ঢোল বাজিয়ে বিয়ে করেছেন। সেই বিয়েতে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে হাজির ছিলেন সাফা কবিরও। অথচ এখন শোনা যাচ্ছে তাদের ‘অনন্ত প্রেম’র গুঞ্জন!
গুঞ্জনই। সম্প্রতি তারা দুজনে জুটি বেঁধে শেষ করেছেন ‘অনন্ত প্রেম’-এর শুটিং। আসছে ঈদে সিএমভি’র ব্যানারে বিশেষ নাটকটি লিখেছেন ও বানিয়েছেন মহিদুল মহিম। নির্মাতার বয়ানে, এই গল্পের নায়ক জিসান। কক্সবাজারে নিজের দোকানে বসে কেক তৈরি করে এবং বিক্রি করে। ছোটবেলায় জিসানের মা মারা যায়। তার মা-ও খুব ভালো কেক তৈরি করতো। তাই মায়ের স্মৃতি ধরে রাখতেই জিসান কেকের বিজনেস করার সিদ্ধান্ত নেয়। গল্পের নায়িকা স্নেহা। জিসানের কেক রেস্টুরেন্টে আসে। স্নেহার শখ ছবি তোলা। খুব সুন্দর পোষাক পরে সাজানো রেস্টুরেন্টে জিসানকে কেক বানাতে দেখে মুগ্ধ হয়ে ছবি তোলে স্নেহা। আর সুন্দরী স্নেহার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায় জিসান। নির্মাতা বলেন,‘বুঝতেই পারছেন,গল্পের এই পর্যায়ে জিসান-স্নেহা প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। গল্পটা মূলত শুরু হয় এখান থেকে। ক্রমশ জড়ায় পারিবারিক জটিলতায়। শেষটা জানতে দেখতে হবে ঈদ উৎসবে পুরোটা।’

ফেনীতে টপটেন মার্ট উদ্বোধনে তামিম ইকবাল

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রাণকেন্দ্র রেমিট্যান্স যোদ্ধাদের শহর ফেনীর ফ্যাশনপ্রিয়দের কথা চিন্তা করে এবার ফেনীতে নিজেদের নতুন শাখা চালু করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেইলারিং ব্র্যান্ড টপটেন টেইলার্স এর অঙ্গ প্রতিষ্ঠানের মেগাশপ টপটেন মার্ট এরই মধ্যে গ্রাহকের মনে আস্থা তৈরি করতে পেরেছে। টপ টেন মার্ট মানেই হচ্ছে এক কথায় যাকে ফ্যামিলি শপ বলতে পারেন। ব্যস্ত শহর ফেনীর প্রাণকেন্দ্র বন্ধন কাজী প্যালেসে ২৬ মার্চ মঙ্গলবার বিকাল ৩.০১ মিনিটে এই শোরুমের উদ্বোধন করবেন দেশবরেণ্য ক্রিকেটার তামিম ইকবাল খান ও ফেনীর কৃতি সন্তান জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার মোহাম্মদ সাইফ উদ্দিন। টপটেন মার্ট এর এই নতুন পদযাত্রার উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী-২ এর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পবিত্র রমজানে দাম বৃদ্ধি নয় বরং দাম কমুক। টপটেন মার্ট এ ৭% ডিসকাউন্ট অফার শুধুমাত্র শো-রুমে কেনাকাটার উপর প্রযোজ্য। ঈদের রাত পর্যন্ত এই ডিস্কাউন্ট অফারটি চলবে। কসমেটিক্স এবং প্রেসিডেন্ট ব্রান্ডের সকল প্রোডাক্টের উপর ডিসকাউন্ট প্রযোজ্য নয়। সেলাই মুজরীর উপরে ডিসকাউন্ট প্রযোজ্য নয়,টপটেন মার্ট এ এক ছাদের নিচে পাচ্ছেন ছেলে ও মেয়েদের সম্পূর্ণ লাইফস্টাইল আউটফিট। ছেলেদের জন্য রয়েছে শার্ট,প্যান্ট, পাঞ্জাবি, স্যুট ব্লেজার জুতা ইত্যাদি। রয়েছে মেয়েদের শাড়ি, লেহেঙ্গা,থ্রি পিস, টপস, অর্নামেন্টস, জুতা ইত্যাদি। ব্রাইডাল কালেকশনে রয়েছে শেরওয়ানি, লেহেঙ্গা ইত্যাদি।