Author Archives: sadmin@gmail.com

ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল টি -শার্ট

পবিত্র এক মাস সিয়াম সাধনার মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বারতা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। আর সেই খুশিতে যদি বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন নান্দনিক পোশাক না থাকে তাহলে ঈদের আনন্দই যেন মাটি হয়ে যায়। ঈদের আনন্দে রং ছড়াতে রীতিমতো প্রতিযোগিতায় মেতে উঠে সৌন্দর্য পিপাসু ফ্যাশন সচেতন মানুষেরা। আর সেই রঙে ভিন্নতা এনে ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড “ইজি” ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরবারই একধাপ এগিয়ে ইজি। সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের ঈদ আয়োজন। এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি শোরুম গুলোতে । এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন নতুন ডিজাইন সব টি-শার্ট। অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট,ক্যজুয়াল শার্ট, পাঞ্জাবি,কটি,কাবলি পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি।
ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া মূল লক্ষ্য। ঢাকা ছাড়া ও আমাদের বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।

বার্ডস আইয়ের ঈদের শার্ট

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ফ্যাশন হাউজ বার্ডস আই তাদের শোরুমে এনেছে বিভিন্ন মোটিফের পোশাক। তবে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে নিত্য নতুন ডিজাইনের ফ্যাশনেবল শার্ট। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজন এবং ফ্যাশন চিন্তা করে, তরুণদের পোশাকই এখানে বেশি রাখা হয়। এবার ঈদ যেহেতু গরমে পাঞ্জাবির পাশাপাশি অনেকে চাহিদার জায়গা থাকবে আরামদায়ক কাপড়ের তৈরি শার্ট এছাড়া প্রতিটি উপলক্ষে তাদের আউটলেটে নতুনত্ব আনার চেষ্টা করে। ক্রেতাদের জন্য শার্ট ছাড়াও এখানে আরো আছে টি শার্ট,পলো টি শার্ট,পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ইত্যাদি। চায়না,ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের এসব পোশাকসারাদেশের উপজেলা ও জেলা পর্যায়ে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে। ( BIRDS EYE ) বার্ডস আই। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।
যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০

ঈদে বালুচর এর পাঞ্জাবি

বালুচর ফ্যাশন হাউস ঈদের জন্য নিয়ে এনেছে নতুন নতুন ডিজাইনের নান্দনিক সব পাঞ্জাবি,কুর্তা ও কটি । সুতি সহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পাঞ্জাবি ও কুর্তার ডিজাইনে আছে তারুণ্যের আমেজ।বালুচর
কাপড়ে হিসেবে রয়েছে সুতি,জাকুয়ার্ড,চিকেন কারী,রিমি কটন,শাহী সিল্ক,চিকুয়েন্স,ব্যাম সিল্ক,ভয়েল,অ্যামব্রয়ডারি,প্রিন্ট, হাতের কাজসহ নানা মাধ্যমে। রঙেও আনা হয়েছে বৈচিত্র্য। এছাড়া কাটিংয়েও আছে নতুনত্ব।
বালুচর ফ্যাশন হাউজের সঞ্চালক শাহিন চৌধুরী বলেন,এই ঈদে যেহেতু অনেক গরম থাকবে তাই ছেলেদের পাঞ্জাবি তে কটনের মধ্যেই হালকা কালার এর রঙ নির্বাচন করেছি,এর পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রে সিম্পল কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে,এই ঈদে প্রিণ্টএঁর দাপট কিছুটা মলিন হবে,এক রংঙের কাপড়ে নতুনত্ব আসবে,থাকবে কাটিংআর পাটার্নএ ভেরিয়েশন,সেমি লং পাটার্ন তার জায়গা ধরে রাখবে, ফিউশনধর্মী পাঞ্জাবি তে ও থাকবে ডিজাইনএ নতুনত্ব
কেনা যাবে খুচরা ও পাইকারি। ঢাকার আজিজ সুপার মার্কেটের নিচতলা ও তৃতীয় তলায় রয়েছে বালুচরের একাধিক শোরুম। যোগাযোগ :90-91 (নিচতলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-1000.
81-82,102/A (2য় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ,ঢাকা-1000 আকুর-টাকুর পাড়া, জেলা সদর রোড, টাঙ্গাইল

ইজি ফ্যাশনের ৮৬ তম শাখার উদ্বোধন নরসিংদীতে এখন বড় পরিসরে

ইজির ৮৬তম শাখা গত শুক্রবার ১৫ মার্চ বিকাল চারটায় ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল। আরো উপস্থিত ছিলেন,ইজি”র ম্যানেজিং ডিরেক্টার,ইসাদ চৌধুরী,ইজির চেয়ারম্যান আসাদ চৌধুরী ও ডিরেক্টার,তৌহিদ চৌধুরী আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু মেয়র নরসিংদী পৌরসভা এছাড়া আরো অনেকে । উক্ত শাখার শুভ উদ্বোধন উপলক্ষে অফারঃ ২টি পণ্য কিনলে,১টি নির্দিষ্ট টি-শার্ট ফ্রি ইজি”দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। ইজি”র চেয়ারম্যান আসাদ চৌধুরী ও ম্যানেজিং ডিরেক্টার,ইসাদ চৌধুরী বলেন,নরসিংদী সদরে “ইজি” এখন বড় পরিসরে শুরু করেছি অনেকদিনের লালিত স্বপ্ন ছিলো নিজ হোমটাউন নরসিংদীতে ইজির শোরুম করার আমাদের বাবার ও তাই ইচ্ছে ছিলো আল্লাহ তাআলার মেহেরবানীতে আমাদের ইচ্ছে পূরণ হয়েছে। প্রায় ১০ হাজার স্কয়ার ফিটে মতো একটি শোরুম করেছি। নিজের মনের মাধুরী দিয়ে শোরুম টি সাজানো চেষ্টা করেছি। যেহেতু পজিশনটি আমাদের নিজেরা কিনে নিয়েছি মনের মত করে কাজটি করতে পেরেছি। হোল্ডিং-২৬৭/২ শহীদ সাত্তার সড়ক, বাজির মোড় বৌয়াকুড়,নরসিংদী সদর,”ইজি পরিচালক তৌহিদ চৌধুরী বলেন,২০০৯ সালে আমরা ইজি ফ্যাশনের যাএা শুরু করেছিলাম প্রায় ১৫ বছর আগে,আল্লাহর অশেষ রহমতে ৮৬তম শোরুমের যাত্রা শুরু করলাম। সামনে আরো বহুদূর এগিয়ে যেতে চাই ।
ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যাবে ইজি ফ্যাশনে রকমারী বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি তে । বাজারের অন্যতম ট্রেন্ড হিসেবে ইজিতে পাওয়া যাবে টি শার্ট, পলো শার্ট, শার্ট, ফরমাল শার্ট ও পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি। শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য । ঢাকা ছাড়া ও বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে। যোগাযোগ :০২-৯৩৫৬৬৭৩;

গুরুতর অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী

গুরুতর অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের প্রথিতযশা এই শাস্ত্রীয় সংগীতশিল্পী। অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকী চক্রবর্তী বলেন, বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আমি এখন হাসপাতালেই আছি। সবাইকে জানাতে চাই, চিন্তার কোনো কারণ নেই। বাবা এমনিতে ঠিক আছেন। কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবেন? সে বিষয়ে গায়িকা কৌশিকী বলেন, তা এখনই বলতে পারছি না। চিকিৎসকরা ভালো বলতে পারবেন। আবারো বলছি, ভুল খবর যেন না ছড়ানো হয়। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে এটাই অনুরোধ। বুকে ব্যথা নিয়ে বিএম বিড়লা হাসপাতালে ভর্তি হন অজয় চক্রবর্তী।

তার তিনটি আর্টারিতে সম্পূর্ণ ব্লকেজ পাওয়া গিয়েছে। এ সংগীতশিল্পীর অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সংগীত ক্যারিয়ারে অজয় চক্রবর্তীর শতাধিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর অধিকাংশই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জার্মানি থেকে বের হয়েছে। এ রেকর্ডগুলোতে বিশুদ্ধ শাস্ত্রীয় সুরের সম্মিলন ঘটেছে। এছাড়া ঠুমরি, দাদরা, ভজন এবং শ্যামাসংগীতের ন্যায় আধ্যাত্মিক গানও অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি অজয় চক্রবর্তীর প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে অনেক সম্মাননা। এর মধ্যে রয়েছে— পদ্মশ্রী পুরস্কার (২০১১), দিল্লির সংগীত নাটক আকাদেমি পুরস্কার (২০০০), জাতীয় পুরস্কার কুমার গৌরব (১৯৯৩) প্রভৃতি।

পঙ্কজ উদাস মারা গেছেন

গজলশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। ‘বড়ে দিনো কে বাদ…চিঠঠি আয়ি চিঠঠি আয়ি হ্যায়…’-এর সেই মনকাড়া গজলের কণ্ঠ থেমে গেল চিরদিনের মতো। আজ সোমবার পঙ্কজ উদাসের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস ২০২৪-এর ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন..। গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে বেলা ১১টা নাগাদ মৃত্যু হয় শিল্পীর। দীর্ঘদিন ধরে গায়ক নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন।’

রাজকোটের কাছে অবস্থিত চারখাদি নামের একটি ছোট্ট শহরে ১৯৫১ সালের ১৭ মে পঙ্কজ উদাসের জন্ম। জমিদার পরিবারের ছেলে তিনি। বাবা কেশুভাই উদাস সরকারি চাকরিজীবী হলেও দিলরুবা বাজাতেন। ছোট থেকেই সংগীতের পরিবেশে বড় হয়ে ওঠা তাঁর। ছেলেকে রাজকোটের সংগীত একাডেমিতে ভর্তি করান পঙ্কজ উদাসের বাবা। শুরুতে তবলার তালিম নিলেও পরবর্তী সময়ে
গুলাম কাদির খান সাহেবের কাছে ভারতীয় ধ্রুপদি সংগীতের তালিম নেওয়া শুরু করেন। পরে মুম্বাইয়ে এসে গোয়ালিয়ার ঘরানার শিল্পী নবরঙ্গ নাগপুরকরের কাছে সংগীতশিক্ষা শুরু করেন। মূলত গজলের গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে ‘আহাত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তাঁর সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যেই তিনি বলিউডের সংগীতজগতে একটি উল্লেখযোগ্য নাম হয়ে ওঠেন। সঞ্জয় দত্ত অভিনীত ১৯৮৬ সালের মুক্তি পাওয়া ছবি ‘নাম’-এর ‘বড়ে দিনো কে বাদ/ হাম বে বসনে কো ইয়াদ…’ সংগীতপ্রেমী অগণিত শ্রোতাকে মুগ্ধ করেছে, এখনো এ গানের জনপ্রিয়তা আছে।

‘চিঠঠি আয়ি হ্যায়’ গানটি পঙ্কজ উদাসকে রাতারাতি সংগীতপ্রেমী উপমহাদেশীয় শ্রোতার মনে পাকাপাকি জায়গা করে দেয়। এরপর তাঁর সংগীতজীবনে একটির পর একটি গজলের অ্যালবাম প্রকাশ করেছেন। লাইভ কনসার্টে অংশ নিয়েছেন।
‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিলকর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যায়ার করো’, ‘নিকলো না বেনাকাব’—পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর ঝুলিতে। বাংলা ‘যায়রে চলে যায়’, ‘তুমি খাঁচা হলে আমি হব পাখি’, ‘কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি’, ‘তোমার চোখেতে ধরা’ ইত্যাদি গান জনপ্রিয়তা পেয়েছে। আর সংগীতপ্রেমীদের কাছে ‘গজল কিং’ পঙ্কজ উদাস।
পঙ্কজ উদাসের পরিবারের পক্ষ থেকে এই বিবৃতি জানার পর বলিউডের দুনিয়া থেকে প্রথম প্রতিক্রিয়া জানান গায়ক সোনু নিগম। সোনু নিগম তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘আমার ছেলেবেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়কে আজ হারিয়ে ফেললাম…। শ্রীপঙ্কজ উদাসজি, আপনাকে আমি মিস করব সারা জীবন…। আজ আপনার প্রয়াণের খবর পেয়ে আমার হৃদয় কাঁদছে…আমাদের গানের জগতে আপনার আবির্ভাবের জন্য আপনাকে অনেক ধন্যবাদ…ওম শান্তি…।’

সংগীতজগতে অবদানের জন্য অজস্র সম্মান ও পুরস্কার পেয়েছেন প্রয়াত শিল্পী। ২০০৬ সালে ভারত সরকারের তরফে চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার, পদ্মশ্রী সম্মানে ভূষিত হন গায়ক।

এনএসডি আয়োজিত ‘২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪’ এ অংশগ্রহণের পূর্বে ঢাকার উৎসবের প্রথম নাটক অ্যানা ফ্রাঙ্ক, আগামী ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায়, শিল্পকলা একাডেমি এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে

ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ন্যাশন্যাল স্কুল অব ড্রামা আয়োজিত ‘২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪’ এ অংশগ্রহণের জন্য বাংলাদশে থেকে পাঁচটি দল আমন্ত্রিত হয়েছে, দলগুলো হলো: ম্যাড থেটার (অ্যানা ফ্রাঙ্ক), থিয়েটার ফ্যাক্টরি (আষাঢ়স্য প্রথম দিবসে), নাট্যম রিপার্টরি (দমের মাদার), বটতলা (খনা) ও স্বপ্নদল (চিত্রঙ্গদা)।

বাংলাদেশের দলগুলো আন্তর্জাতিকভাবে সমাদৃত এই উৎসবে অংশগ্রহণের পূর্বে আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৫ দিনব্যাপী একটি নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে যার শিরোনাম ‘ভাষার সঙ্গ, নাট্যরঙ্গ বাংলাদেশ উৎসব। আগামী ১ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধা ৭টায় নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চায়িত হবে ম্যাড থেটারের নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্য প্রাণ লিয়াকত আলী লাকী। উল্লেখ্য যে ‘২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪’ এ নাটকটির দুটি প্রদর্শনী হবে আসামের দিব্রুগড় ও এলটিজি অডিটোরিয়াম, দিল্লি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আত্মরক্ষার জন্য অ্যানা ফ্রাঙ্ক ও তার পরিবার আশ্রয় নেয় একটি গোপন কুঠুরি সিক্রেট অ্যানেক্সে, যেখানে তারা ৭৬১ দিন অতিবাহিত করার পর ধরা পড়ে হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে। সিক্রেট অ্যানেক্সের বন্দি জীবনের রুদ্ধশ্বাস দিনগুলোতে অ্যানা ফ্রাঙ্ক তার ডায়েরিতে ফুটিয়ে তোলে যুদ্ধের বারুদমাখা ধূসরতা, তাঁর মানসিক বেদনার রঙ, ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার রংধনু।

নাটকটির প্লেরাইট আসাদুল ইসলাম ও ডিরেকশন কাজী আনিসুল হক বরুণ। ঐতিহাসিক চরিত্র অ্যানা ফ্রাঙ্ককে নিয়ে নির্মিত ম্যাড থেটারের প্রযোজনাটি একক নাটক হিসাবে ইতিহাসে প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ হতে যাচ্ছে। ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকটি আর্য মেঘদূতের একক অভিনয়। মূলধারার বাংলা নাটকে আর্য মেঘদূত সর্বকনিষ্ঠ একক অভিনেত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন।

‘রক্তকর ‘ নাটকের ৫০তম প্রদর্শনা

বাংলাদেদের প্রথম সারির নাট্যলা প্রাঙ্গদেমোর-এর ৪র্থ প্রদেজনা ‘রক্তকর

‘ নাট্যদের ৫০তম মঞ্চায়না হতে
চ্ছে। আগামী ২৬ রি(দেসাম্বর সান্ধ্যা ৬ট্যয় বাংলাদে রিল্পলা এদে(মির জাতীয় নাট্যলার মূলামূ হদেলা নাট্যরিট্য
মঞ্চায়িত হদেবাং। রক্তকর

রবাং%ন্দ্রনাথ ঠাকুরের এরিট্য সাদেতি নাট্য। বাংলা ১৩৩০ সাদেলা রিলা-এর
শৈলাবাংদেসা এরিট্য তিরিনা রচনা রেনা। এ বাংছর নাট্যরিট্য লেলাখার ১০০ বাংছর পূর্ণ, হদেলা। রবাং%ন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকর

নাট্য লেলাখার ১০০ বাংছর পূর্তি , উপূলাক্ষ্যে প্রাঙ্গদেমোর নাট্যদেলার রিবাংদেষ রিনাদেবাংনা এবাংরেই এই ৫০তম প্রর্শনা%।
র্শ-নারি=ত এ নাট্যরিট্য রিনার্দেনা রিয়েছেনা রিবাংরিষ্ট অরি@দেনাত্রী, নাট্যর ও রিনার্দে নানা , আফরোজ। নাট্যরিট্যতে
অরি@নায় রেছেনা- নানা , আফরোজ, অনান্ত হিরা, রামিজ রাজু, জু আউয়ালা রেজা, সাগার রায়, রিনাজাম রিলাট্যনা, সাবাংক্তF গা%না
শু@, জুয়েজু লা রানা, সুজয়, সুমনা, ঝুমুরমু, বাংKধনা, প্রতি, আ, তমা, আরিফ, পূর্থ ও রুমা।

পালিত হল ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

গতকাল ১৮ ডিসেম্বর রাতে বেশ জমকালো ভাবে পালিত হল ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। রাজধানীর গুলশানের সিটিস্কেপ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে এসেছিলেন বিশিষ্ট ব্যাক্তিরা।

উপস্থিত ছিলেন ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ এর চেয়ারম্যান নুসরাত জাহান প্রীতম, আমেরিকান ইয়োগা শিক্ষিকা বেটসি কিমেল, ডেপুটি গভর্নর নাজনিন আরা নাজু, শেয়ার অন এর মালিক আয়েশা খানম।

এছাড়াও উপস্থিত ছিলেন এফটিএনবি এর শুরু থেকে সাথে থাকা ভ্রমণকারী আপুরা। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করা হয় অনুষ্ঠান। মাঝে ছিল গানের পর্ব, ছিল ফান গেইমস। সবশেষে নৈশভোজ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

রিয়াদ চলচ্চিত্র উৎসবে দামাল

রিয়াদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘দামাল’। সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিয়মিত বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব Ambassadors Choice–International Film Festival-এ সিনেমাটি দেখানো হবে।

এই চলচ্চিত্রের জন্য সেরা কাহিনীকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ জিতেছেন ফরিদুর রেজা সাগর। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, শাহনাজ সুমিসহ এক ঝাঁক তরুণ তারকা।

ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটি উৎসবে ‘দামাল’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আগামী ৮ ডিসেম্বর। পক্ষকালব্যাপী এই উৎসব শুরু হবে ২৪ নভেম্বর ২০২৩ থেকে। চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের কুটনীতিক, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করবেন।

২০২২ সালে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মুক্তিযুদ্ধভিত্তিক ‘দামাল’ সিনেমাটি। মুক্তিযুদ্ধের সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনা সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী।