লাইফস্টাইল

দ্যা শো-স্টপার আয়োজিত ঈদ ফেস্টিভ্যাল নাইট – ২০২৫

দ্যা শো-স্টপার আয়োজিত বিভিন্ন গঠনমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় উদ্দ্যোক্তাদের নিয়ে আবারও আয়োজন করতে যাচ্ছে ব্যতীক্রমধর্মী এক মেলা-ঈদ ফেস্টিভ্যাল নাইট ২০২৫। জমকালো এই আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার হোটেল সোনারগাঁ এ আগামী ২৬ শে মার্চ থেকে চাঁদ রাত পর্যন্ত চলবে এ মেলা। যেখানে অংশগ্রহন করবে ৭০ টিরও বেশি উদ্দ্যোক্তা ও বিশেষ অতিথিবৃন্দ। আসন্ন মাহে রমজানকে সামনে রেখে দেশি-বিদেশী বিভিন্ন ব্র্যান্ড সামগ্রীর সমাহার সাথে ইফতার কিংবা সেহেরির জন্য লোভনীয় সব খাবারের পশরা নিয়ে হাজির হচ্ছে অংশগ্রহনকারী সকল উদ্দ্যোক্তারা। দ্যা শো-স্টপার উদ্দ্যেক্তারা আসা করেন সকলের স্বতঃফূর্ত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা এই ঈদ কার্নিভাল কে আরও প্রাণোবন্ত করে তুলবে।

বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করলো বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটির ‘দ্য শো ষ্টোপার’

বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটির যাত্রা শুরু হয় ‘স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী,আমি নারী এ আদর্শে সফল উদ্যোক্তা গড়ার প্রতিশ্রুতি নিয়ে। এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে ফ্যাশন ডিজাইনার ও দেশের বিভিন্ন সেক্টরে নারী উদ্যোক্তাদের একটি অবস্থান তৈরি করা। এ লক্ষ্যেই বি ডাবলিউ এফডি এস সংগঠন এর একটি ভিন্নমাত্রায় নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘দ্যা শো ষ্টোপার’। এই যাত্রায় সংযোজিত হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটি ইভেন্ট ‘ওয়েডিং ফেস্ট ২০২৪’। আয়োজনকে ঘিরে এক সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্টরা। ১৫ জুলাই রাজধানীর গুলশানের ‘লা ভিটা রেস্টুরেন্টে’এই উদ্যোগ নিয়ে বিস্তারিত জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন BWFDS এর সভাপতি আইরিন হক, ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দ রুমা,অভিনেত্রী অহনা রহমান,ফ্যাশন ডিজাইনার সৌমিন আফরিন, ফ্যাশন ডিজাইনার মারুফা রহমান, ফ্যাশন ডিজাইনার ফারজানা হক এবং নারী উদ্যোক্তা শামসুন্নাহার মিনা,জিনিয়া জামান পিংকি,লিজা মিতু,মাহি হোসেন রুপা। বাংলাদেশের বিয়ে নিয়ে ব্যতিক্রমধর্মী এই আয়োজন’ওয়েডিং ফেস্ট ২০২৪ হতে যাচ্ছে আগামী ১লা ও ২রা নভেম্বর। রাজধানীর তেজগাঁও অবস্থিত ‘আলোকি’ কনভেনশন হলে।

হুর লাক্সারি বাই সৌমিন আফরিন

বর্তমান সময়ের ব্যস্ত ফ্যাশন ডিজাইনার সৌমিন আফরিন। ফ্যাশন ডিজাইনে স্নাতক সম্পন্ন করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। সৌমিন কস্টিউম ডিজাইনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য টিভি বিজ্ঞাপনের জন্য পোশাক তৈরি করেছেন। এরই ধারাবাহিকতায় রুপালি পর্দায় আসে তার কাজ। ২০১২ সালের বহুল আলোচিত‘চোরাবালি’চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি।
সৌমিন বরাবরই স্বপ্ন দেখতেন নিজের ফ্যাশন ব্র্যান্ড শুরু করার। সেই স্বপ্ন পূরণ হয় ২০১২ সালে। নাম দেন হুর। খুব অল্প সময়ে ক্রেতার আস্থা তৈরিতে সক্ষম হয় ব্র্যান্ডটি। সৌমিন ক্রেতাচাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন। ব্যক্তির ইচ্ছা, পছন্দকে গুরুত্ব দেওয়া হয়। তাই কাস্টমাইজড ডিজাইন তৈরিতে নিয়মিত হয়েছেন তিনি। ফ্যাশনিস্তাদের ইচ্ছা অনুযায়ী পোশাক বেছে নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। করোনাকালেও থেমে থাকেননি সাহসী সৌমিন। তিনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন। এরপরে ২০১৯ সালে, তিনি ‘হুর লাক্সারি বাই সৌমিন’ নিয়ে নতুন যাত্রা শুরু করেন। ক্রেতাদের পরিচয় করিয়ে দেন অভিজাত পোশাকের সঙ্গে। প্রোডাক্ট লাইনে রাখেন ব্রাইডাল ও পার্টিওয়্যার। এই ডিজাইনারের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে একটি ব্রাইডাল স্টুডিও প্রতিষ্ঠার । তিনি বলেন,‘আমার ক্রেতা ও বন্ধুরা আমাকে আজকের সৌমিন আফরিন হতে সাহায্য করেছেন। তাদের কাছে কৃতজ্ঞ।’

বার্ডস আই এর ঈদের শার্ট

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফ্যাশন হাউজ বার্ডস আই তাদের শোরুমে এনেছে বিভিন্ন মোটিফের পোশাক। তবে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে নিত্য নতুন ডিজাইনের ফ্যাশনেবল শার্ট।
কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজন এবং ফ্যাশন চিন্তা করে, তরুণদের পোশাকই এখানে বেশি রাখা হয়। এবার ঈদ যেহেতু গরমে পাঞ্জাবির পাশাপাশি অনেকে চাহিদার জায়গা থাকবে আরামদায়ক কাপড়ের তৈরি শার্ট । এছাড়া প্রতিটি উপলক্ষে তাদের আউটলেটে নতুনত্ব আনার চেষ্টা করে। ক্রেতাদের জন্য শার্ট ছাড়াও এখানে আরো আছে টি শার্ট , পলো টি শার্ট , পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ইত্যাদি। চায়না,ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের এসব পোশাক সারাদেশের উপজেলা ও জেলা পর্যায়ে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে।( BIRDS EYE )বার্ডস আই। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।

বার্ডস আইয়ের ঈদের টি শার্ট

ঈদ-উল-আযহা তাদের আউটলেটে এনেছে নানারকম বাহারি ডিজাইন ও মোটিফের পোশাক। তবে এবারের তাদের বিশেষ আয়োজন হিসেবে রয়েছে নতুন নতুন নান্দনিকন ডিজাইনের ফ্যাশনেবল টি শার্ট। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজন এবং ফ্যাশন চিন্তা করে, তরুণদের পোশাকই এখানে বেশি রাখা হয়। এবার ঈদ যেহেতু গরমে পাঞ্জাবির পাশাপাশি অনেকে চাহিদার জায়গা থাকবে আরামদায়ক কাপড়ের তৈরি টি শার্ট । এছাড়া প্রতিটি উপলক্ষে তাদের আউটলেটে নতুনত্ব আনার চেষ্টা করে। ক্রেতাদের জন্য টি শার্ট ছাড়াও এখানে আরো আছে পলো টি শার্ট , শার্ট, হাফ হাতা শার্ট ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি,ইত্যাদি। চায়না,ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের এসব পোশাক সারাদেশের উপজেলা ও জেলা পর্যায়ে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে। ( BIRDS EYE )বার্ডস আই। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা। যোগাযোগ:বার্ডস আই,২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট(২য় তলা),শাহবাগ, ঢাকা-১০০০,ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২।

ঈদে বালুচর এর পাঞ্জাবি

বালুচর ফ্যাশন হাউস ঈদের জন্য নিয়ে এনেছে নতুন নতুন ডিজাইনের নান্দনিক সব পাঞ্জাবি,কুর্তা ও কটি । সুতি সহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পাঞ্জাবি ও কুর্তার ডিজাইনে আছে তারুণ্যের আমেজ।বালুচর
কাপড়ে হিসেবে রয়েছে সুতি,জাকুয়ার্ড,চিকেন কারী,রিমি কটন,শাহী সিল্ক,চিকুয়েন্স,ব্যাম সিল্ক,ভয়েল,অ্যামব্রয়ডারি,প্রিন্ট, হাতের কাজসহ নানা মাধ্যমে। রঙেও আনা হয়েছে বৈচিত্র্য। এছাড়া কাটিংয়েও আছে নতুনত্ব।
বালুচর ফ্যাশন হাউজের সঞ্চালক শাহিন চৌধুরী বলেন,এই ঈদে যেহেতু অনেক গরম থাকবে তাই ছেলেদের পাঞ্জাবি তে কটনের মধ্যেই হালকা কালার এর রঙ নির্বাচন করেছি,এর পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রে সিম্পল কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে,এই ঈদে প্রিণ্টএঁর দাপট কিছুটা মলিন হবে,এক রংঙের কাপড়ে নতুনত্ব আসবে,থাকবে কাটিংআর পাটার্নএ ভেরিয়েশন,সেমি লং পাটার্ন তার জায়গা ধরে রাখবে, ফিউশনধর্মী পাঞ্জাবি তে ও থাকবে ডিজাইনএ নতুনত্ব
কেনা যাবে খুচরা ও পাইকারি। ঢাকার আজিজ সুপার মার্কেটের নিচতলা ও তৃতীয় তলায় রয়েছে বালুচরের একাধিক শোরুম। যোগাযোগ :90-91 (নিচতলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-1000.
81-82,102/A (2য় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ,ঢাকা-1000 আকুর-টাকুর পাড়া, জেলা সদর রোড, টাঙ্গাইল

ইজি ফ্যাশনের ৮৬ তম শাখার উদ্বোধন নরসিংদীতে এখন বড় পরিসরে

ইজির ৮৬তম শাখা গত শুক্রবার ১৫ মার্চ বিকাল চারটায় ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল। আরো উপস্থিত ছিলেন,ইজি”র ম্যানেজিং ডিরেক্টার,ইসাদ চৌধুরী,ইজির চেয়ারম্যান আসাদ চৌধুরী ও ডিরেক্টার,তৌহিদ চৌধুরী আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু মেয়র নরসিংদী পৌরসভা এছাড়া আরো অনেকে । উক্ত শাখার শুভ উদ্বোধন উপলক্ষে অফারঃ ২টি পণ্য কিনলে,১টি নির্দিষ্ট টি-শার্ট ফ্রি ইজি”দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। ইজি”র চেয়ারম্যান আসাদ চৌধুরী ও ম্যানেজিং ডিরেক্টার,ইসাদ চৌধুরী বলেন,নরসিংদী সদরে “ইজি” এখন বড় পরিসরে শুরু করেছি অনেকদিনের লালিত স্বপ্ন ছিলো নিজ হোমটাউন নরসিংদীতে ইজির শোরুম করার আমাদের বাবার ও তাই ইচ্ছে ছিলো আল্লাহ তাআলার মেহেরবানীতে আমাদের ইচ্ছে পূরণ হয়েছে। প্রায় ১০ হাজার স্কয়ার ফিটে মতো একটি শোরুম করেছি। নিজের মনের মাধুরী দিয়ে শোরুম টি সাজানো চেষ্টা করেছি। যেহেতু পজিশনটি আমাদের নিজেরা কিনে নিয়েছি মনের মত করে কাজটি করতে পেরেছি। হোল্ডিং-২৬৭/২ শহীদ সাত্তার সড়ক, বাজির মোড় বৌয়াকুড়,নরসিংদী সদর,”ইজি পরিচালক তৌহিদ চৌধুরী বলেন,২০০৯ সালে আমরা ইজি ফ্যাশনের যাএা শুরু করেছিলাম প্রায় ১৫ বছর আগে,আল্লাহর অশেষ রহমতে ৮৬তম শোরুমের যাত্রা শুরু করলাম। সামনে আরো বহুদূর এগিয়ে যেতে চাই ।
ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যাবে ইজি ফ্যাশনে রকমারী বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি তে । বাজারের অন্যতম ট্রেন্ড হিসেবে ইজিতে পাওয়া যাবে টি শার্ট, পলো শার্ট, শার্ট, ফরমাল শার্ট ও পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি। শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য । ঢাকা ছাড়া ও বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে। যোগাযোগ :০২-৯৩৫৬৬৭৩;