সিনেমা

আবারও মস্কো জয় করলো বাংলাদেশি সিনেমা

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে পুরস্কার জিতেছে বাংলাদেশি সিনেমা ‘নির্বাণ’। সিনেমাটি এই উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) পর্দা নামে ৮ দিনব্যাপী ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এদিন মস্কোর স্থানীয় সময় সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন বসে। একে একে ঘোষণা করা হয় সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনয়শিল্পীদের নাম। এ বছর বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয় রাশিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার সের্গেই উরসুল্যাককে। এছাড়া সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় মেক্সিকো ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘শেম’। ‘কোল্ড সায়’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার অর্জন করেন ইরানি নির্মাতা নাহিদ আজিজি। ‘শেম’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন জ্যাঁ র‌্যামন লোপেজ এবং জার্মানি সিনেমা স্লামাশেলের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন মারাইকে বিকির ১৯ এপ্রিল শুরু হয় মস্কো উৎসব। আজ ২৬ এপ্রিল ছিল সমাপনী আয়োজন। এই আয়োজনে শুরু থেকে অংশ নেন সিনেমার পরিচালক আসিফ ইসলাম। আসিফ ইসলাম জানান, পুরস্কার ঘোষণার খবর তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। পুরস্কার হাতে নিয়ে এখনো তিনি কাঁপছেন।এর আগে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একই পুরস্কারসহ মোট দু’টি পুরস্কার জিতে নিয়েছিল যুবরাজ শামীমের ‘আদিম’।

বুলগেরিয়ায় যাচ্ছে ‘কাঠগোলাপ’

দেশের মাটিতে মুক্তির জন্য সেন্সর বোর্ডের অনুমোদনপত্র মেলেনি চলচ্চিত্র প্রযোজক মো.ফরমান আলীর সিনেমা ‘কাঠগোলাপ’। তবে দেশে মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি। সেই ধারাবাহিকতায় এবার সিনেমাটি যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন বুলগেরিয়ার ‘দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ।‘কাঠগোলাপ’ সিনেমার প্রযোজক মো. ফরমান আলী জানিয়েছেন, দেশটির রাজধানীর সোফিয়া বলকান প্যালেসে ১লা জুন থেকে উৎসবটি শুরু হবে। এই উৎসবে সিনেমাটি বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করবে। সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। অপূর্ণ রুবেলের কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। প্রযোজক ও মুক্তিযোদ্ধা ফরমান আলী বলেন, এ মাসেই বুলগেরিয়ার ‘দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যাল’ থেকে উৎসবে যোগ দিতে আমন্ত্রণপত্র আসে। সিনেমাটি প্রতিযোগিতামূলক বিভাগের জন্য মনোনীত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে সিনেমাটি। যদিও সিনেমাটি সেন্সর বোর্ড কোনো কারণ ব্যাখ্যা না করেই গত ছয় মাস ধরে আটকে রেখেছে।

তোমার রূপকথাতে আমি হব রাজকুমার

শাকিব খান জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে নিজের ৪৫তম জন্মদিন উদ্‌যাপন করেছেন ‘প্রিয়তমা’ নায়ক। নিউইয়র্কের টাইমস স্কয়ারে নায়কের পোস্টার টানান ভক্তরা। জন্মদিনের আগের দিনই কোরবানির ঈদের সিনেমা ‘তুফান’র ফার্স্ট লুক প্রকাশিত হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্টার। পোস্টারে দুর্ধর্ষ গ্যাংস্টারের মতো হাজির হয়ে সবাইকে চমকে দেন ঢালিউডের বার্থডে বয়। এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। জন্মদিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় প্রকাশিত হলো সিনেমার টাইটেল ট্র্যাক। গানটিতে শাকিব খান আর মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জাদুকরি রসায়নে মুগ্ধ ভক্তরা। যুক্তরাষ্ট্রের চোখজুড়ানো বিভিন্ন স্থানে হয়েছে গানের দৃশ্যধারণ। গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টায় ভিউ হয়েছে ১ মিলিয়ন। ‘রাজকুমার’ গানটিও গেয়েছেন তুমুল জনপ্রিয় গান ‘প্রিয়তমা’র কণ্ঠজুটি বালাম ও কোনাল। এমনকি বছরের সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হয়েছিল ‘প্রিয়তমা’। ‘রাজকুমার’ গানটিও তেমনই হবে—সেই প্রত্যাশা গায়ক-গায়িকার। আসিফ ইকবালের কথায় সুর করেছেন আকাশ সেন। গানটি প্রকাশিত হয়েছে ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে সামাজিক মাধ্যমেও তুমুল সাড়া ফেলে দিয়েছে গানটি। শাকিব–ভক্তরা খুশি, অন্তত মন্তব্য সেটা প্রমাণ করে। অনেকে এটিকে ‘প্রিয়তমা’ গানের সঙ্গে তুলনা করছেন। কেউ কেউ শাকিবকে দশে দশ দিলেও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির অভিব্যক্তির যথার্থতা নিয়ে তুলেছেন প্রশ্ন। অবশ্য নেট দুনিয়ায় ভিন্ন মন্তব্যও দেখা গেছে। অনেকে বলছেন, টাইটেল সং হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেনি গানটি। অনেকে ধারণা করছেন, ‘প্রিয়তমার’ মতো ‘রাজকুমার’ও ঢাকাই চলচ্চিত্রের চাকা ঘুরিয়ে দিতে পারে এবারও।
কিছুদিন আগে গুলশানে সীমিত পরিসরে করা এক সংবাদ সম্মেলনে, ‘প্রিয়তমার’ চেয়েও ‘রাজকুমার’কে অনেকাংশেই এগিয়ে রেখেছেন শাকিব খান। বলেছেন, ‘রাজকুমার’ একটি পরিপূর্ণ ছবি। বিশ্বব্যাপী আরও বড় পরিসরে মুক্তি পাবে সিনেমাটি। কিছুদিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, হিমেল বলেন, ‘এমন এমন লোকেশনে, এমন এমন আয়োজনে “রাজকুমার”–এর শুটিং হয়েছে, যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান পেশাদার কলাকুশলী কাজ করেছেন, সঙ্গে বাংলাদেশের টিম তো ছিলই।
বাংলাদেশি চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় “হোম অ্যালোন ”, “জন উইক ২”, “স্পাইডার–ম্যান”–এর মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন “রাজকুমার” সিনেমায়।’ হিমেল আশরাফ এ–ও লিখেছেন, ‘একটা গানের সুন্দর চিত্রায়ণের জন্য মুম্বাইয়ের আদিল শেখের মতো কোরিওগ্রাফারকে আমরা নিউইয়র্কে নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাইয়ে, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খলনায়ক ও ফাইটারদের।’
প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর গল্পে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। ঈদে ‘প্রিয়তমা’র সব রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হলে পা দেবে বিগ বাজেটের এই সিনেমা।

রিয়াদ চলচ্চিত্র উৎসবে দামাল

রিয়াদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘দামাল’। সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিয়মিত বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব Ambassadors Choice–International Film Festival-এ সিনেমাটি দেখানো হবে।

এই চলচ্চিত্রের জন্য সেরা কাহিনীকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ জিতেছেন ফরিদুর রেজা সাগর। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, শাহনাজ সুমিসহ এক ঝাঁক তরুণ তারকা।

ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটি উৎসবে ‘দামাল’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আগামী ৮ ডিসেম্বর। পক্ষকালব্যাপী এই উৎসব শুরু হবে ২৪ নভেম্বর ২০২৩ থেকে। চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের কুটনীতিক, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করবেন।

২০২২ সালে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মুক্তিযুদ্ধভিত্তিক ‘দামাল’ সিনেমাটি। মুক্তিযুদ্ধের সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনা সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী।